এলসিডি মনিটর এবং এলইডি মনিটরের মধ্যে পার্থক্য কি?

এলসিডি মনিটর এবং এলইডি মনিটরের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো-

LCD মনিটর
১. LCD এর পূর্ণরূপ হলো Liquid Crystal Display।
২. LCD মনিটর ব্যাকলাইটিং এ ঠান্ডা ক্যাথোড ফ্লোরসেন্ট ল্যাম্প (Cold Cathode Fluorescent Lamps – CCFL)
৩. কম কোয়ালিটির ডিসপ্লে।
৪. বিদ্যুৎ খরচ কম।
৫. কম স্বাচ্ছন্দময়।
৬. কম দীর্ঘজীবি হয়।
৭. মূল্য তুলনামূলকভাবে কম।
৮. তৈরি করার সময় মারকারি ব্যবহার করা হয় বিধায় কম পরিবেশ বান্ধব।

LED মনিটর
১. LED এর পূর্ণ রূপ হলো Light Emitting Diode।
২. LED মনিটর লাইট ইমিটিং ডায়োট ব্যবহার করে।
৩. ডিসপ্লে কোয়ালিটি ভাল মানের।
৪. বিদ্যুৎ খরচ ৪০% কম।
৫. চোখের জন্য বেশি স্বাচ্ছন্দময়।
৬. দীর্ঘজীবি হয়।
৭. মূল্য তুলনামূলকভাবে বেশি। তবে বেশি ব্যবহৃত হলে দ্রুত কমে আসবে।
৮. বেশি পরিবেশ বান্ধব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *