অ্যালিফেটিক যৌগ ও অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য কি?

অ্যালিফেটিক যৌগ ও অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

অ্যালিফেটিক যৌগ

  • অ্যালিফেটিক যৌগ মুক্ত শিকলবিশিষ্ট।
  • অ্যালিফেটিক যৌগ এক-কার্বনবিশিষ্ট হতে পারে।
  • অ্যালিফেটিক যৌগে কার্বনের শতকরা হার অপেক্ষাকৃত কম।
  • অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ঘটে না।
  • অ্যালিফেটিক যৌগের অণুস্থিত হ্যালোজেন পরমাণু বেশি সক্রিয়।
  • অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগসমূহ KMnO4 দ্বারা সহজেই জারিত হয়।

অ্যারোমেটিক যৌগ

  • অ্যারোমেটিক যৌগ বলয় আকৃতির।
  • অ্যারোমেটিক যৌগে কমপক্ষে চারটি কার্বনসহ N, S, O পরমাণু থাকে; নতুবা বেনজিন বলয় থাকে।
  • অ্যারোমেটিক যৌগে কার্বনের শতকরা হার অপেক্ষাকৃত বেশি।
  • অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত; কিন্তু সহজে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
  • অ্যারোমেটিক যৌগের অণুস্থিত হ্যালোজেন পরমাণু কম সক্রিয়।
  • অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও KMnO4 দ্বারা জারিত হয় না। এদের অসম্পৃক্ততা বিশেষ ধরনের।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *