কোয়াসার কি? What is Quasar in Bangla?

কোয়াসার (Quasar) হলো আধা নাক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের মতো এবং এরা শক্তিশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। কোয়াসার হলো দূরবর্তী জ্ঞাত বস্তু। এরা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এরা যেন মহাবিশ্বের সীমানায় রয়েছে। এরা পৃথিবী থেকে 0.9c বেগে সরে যাচ্ছে। এদের আকার খুব ছোট। এরা অতি ঘন গ্যালাক্সি গঠন করে। এদের ঘনত্ব অত্যন্ত বেশি এবং এদের মহাকর্ষ বলও অনেক বেশি। এ পর্যন্ত প্রায় ১৫০টি কোয়াসার শনাক্ত করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *