ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস, যেটি মূলত নেটওয়ার্কবিহীন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের কাজ করে থাকে। এই স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে সহজে বহন করা যায়। এটি দেখতে অনেকটা পেন বা কলমের মতো যেটি পকেটে নেওয়া যায়। ফ্ল্যাশ ড্রাইভে তথ্য ধরে রাখার জায়গা অনেক বেশি, আকারে অনেক ছোট এবং টিকেও বেশি দিন। ফলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
Offcanvas menu