গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?

নিচে গ্রহ ও উপগ্ৰহ কীভাবে সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করা হলো-

সাধারণত যেসব বস্তু সূর্যের চারদিকে ঘোরে তাদের বলা হয় গ্রহ। আবার গ্রহকে কেন্দ্র করে যারা ঘোরে তাদের বলা হয় উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রের জন্মের সময় একেকটি গ্রহকে ঘিরে কয়েকটি মহাজগতিক মেঘ আবর্তিত হয়। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে গ্রহদের জন্ম হয়। এভাবেই আবার গ্রহদের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকে উপগ্রহ সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *