ডাটাবেস প্রোগ্রাম কাকে বলে? ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
যে প্রোগ্রাম ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে সেগুলো সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডাটাবেস প্রোগ্রাম (Database program) বলে। যেমন: মাইক্রোসফট এক্সেস, ওরাকল, এসকিউএল, ফক্সপো ইত্যাদি।
ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য Characteristics of Database program)
- তথ্য সংরক্ষণ এবং শ্রেণিবদ্ধভাবে সাজানো থাকে।
- নির্ভুলভাবে সংরক্ষণ ও সম্পাদন করা যায়।
- পরিবর্তন, পরিমার্জন করা যায়।
- সিদ্ধান্তমূলক তথ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের গবেষণার কাজ করা যায়।
- প্রাপ্য ও প্রদেয় হিসাব, স্টক, ইনভেনটির, বার্ষিক রিপোর্ট, উৎপাদন ও বিক্রয়, পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ ইত্যাদি।