যে প্রোগ্রাম ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে সেগুলো সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডাটাবেস প্রোগ্রাম (Database program) বলে। যেমন: মাইক্রোসফট এক্সেস, ওরাকল, এসকিউএল, ফক্সপো ইত্যাদি।

ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য Characteristics of Database program)

  • তথ্য সংরক্ষণ এবং শ্রেণিবদ্ধভাবে সাজানো থাকে।
  • নির্ভুলভাবে সংরক্ষণ ও সম্পাদন করা যায়।
  • পরিবর্তন, পরিমার্জন করা যায়।
  • সিদ্ধান্তমূলক তথ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
  • বিভিন্ন ধরনের গবেষণার কাজ করা যায়।
  • প্রাপ্য ও প্রদেয় হিসাব, স্টক, ইনভেনটির, বার্ষিক রিপোর্ট, উৎপাদন ও বিক্রয়, পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ ইত্যাদি।
Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.