ডাটা সিকিউরিটি (Data security) বলতে কম্পিউটারের ডেটাবেজ এবং ওয়েবসাইটের তথ্যসমূহকে ধ্বংসাত্মক শক্তিসমূহ এবং অননুমোদিত ব্যবহারকারীদের অনাকাক্ষিত কার্যক্রম থেকে রক্ষা করাকে বুঝায়। ডাটা সিকিউরিটি ডাটা কপি বা দুর্নীতি হতেও সুরক্ষা দিয়ে থাকে।
যেকোন আকার ও ধরনের প্রতিষ্ঠানের জন্য ডাটা সিকিউরিটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। ডাটা সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি (সংক্ষেপে আইএস) বা কম্পিউটার সিকিউরিটি নামেও পরিচিতি। ডেটাবেজ সিস্টেমে ডাটার নিরাপত্তা বেশ জরুরি। যেমন ধরুন, আপনি হয়তো চাইবেন না আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা অন্য কেউ জানুক বা প্রকাশ পায়। তাই ডাটা সিকিউরিটি (Data security) বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়।