কেলাস পানি কাকে বলে? বেতার তরঙ্গ বলতে কী বোঝায়?

কেলাস পানি কাকে বলে?
উত্তরঃ একটি যৌগের নির্দিষ্ট কেলাস গঠনের জন্য অপরিহার্য পানিকে কেলাস পানি বলে। যেমনঃ CuSO4.5H2O (তুতে)-এর মধ্যে 5H2O হলো কেলাস-পানি।

বেতার তরঙ্গ বলতে কী বোঝায়?
উত্তরঃ তাড়িতচৌম্বকীয় বিকিরণের মধ্যে যাদের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 10-2 m থেকে 5 × 104 m তাদের বলা হয় বেতার তরঙ্গ। বেতার তরঙ্গকে আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা যায়। এরা হলো মাইক্রোওয়েভ বা মাইক্রোতরঙ্গ, রাডার তরঙ্গ ও টেলিভিশন তরঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *