পড়াশোনা
0 min read

অবস্থার পরিবর্তন কাকে বলে? ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

অবস্থার পরিবর্তন কাকে বলে?

উত্তর : পদার্থ যে অবস্থায়ই থাকুক না কেন শক্তি প্রয়োগ বা অপসারণ করে পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। যেমনঃ তাপ প্রয়োগ করে বরফকে পানিতে এবং পানিকে জলীয় বাষ্পে রূপান্তরিত করা যায়। আবার তাপ অপসরণ করে জলীয় বাষ্পকে পানিতে এবং পানিকে বরফে রূপান্তরিত করা যায়। পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ার এ ঘটনাকে অবস্থার পরিবর্তন বলে।

ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

উত্তরঃ ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল যা বস্তুটিকে নির্দিষ্ট দিকে আকর্ষণ করে। অর্থাৎ ওজন হচ্ছে ভেক্টর রাশি। অপরদিকে ভর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণ। যার কোনো দিক নেই, তাই ভর স্কেলার রাশি।
অতএব, বলা যায় যে ওজন ও ভর একই ধরনের রাশি নয়

Rate this post