পৃথিবী এতো স্পিডে ঘুরলেও আমরা বুঝতে পারিনা কেন?
পৃথিবী যে সমবেগে চলে আমরাও পৃথিবীর বেগে চলি একই দিকে।
সমবেগে যেহেতু কোন acceleration কাজ করে না সেহেতু force ও zero থাকে। ফলে আমাদের horizontal motion হয় না, অপরপক্ষে gravity আমাদের vertical motion কে নিউট্রাল করে গতি দেখতে পাই তা আসলে প্রকৃত গতি নয়, সব আপেক্ষিক