ভেক্টর অপারেটর কি? পদার্থের তিনটি অবস্থার মূল পার্থক্য কী?
ভেক্টর অপারেটর কি?
উত্তর : যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি ভেক্টর রাশিকে অন্য একটি স্কেলার বা ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় বা কোনো পরিবর্তনশীল ভেক্টর রাশির ব্যাখ্যা দেয়া যায় তাকে ভেক্টর অপারেটর বলে।
পদার্থের তিনটি অবস্থার মূল পার্থক্য কী?
উত্তরঃ পদার্থের তিনটি অবস্থার মূল পার্থক্য হলোঃ
কঠিন পদার্থঃ নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার আছে।
তরল পদার্থঃ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।
গ্যাসীয় পদার্থঃ নির্দিষ্ট কোন আকার বা আয়তন নাই।