MAN কি? MAN এর বৈশিষ্ট্য কী কী?
MAN এর বৈশিষ্ট্যঃ
- এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি. মি. পর্যন্ত হতে পারে।
- LAN এর চাইতে দ্রুত গতির।
- খরচ তুলনামূলক ভাবে কম।
- বেশি পরিমাণে তথ্য আদান-প্রদান করা যায়।
- MAN এর মালিকানা সাধারণত কোনাে অর্গানাইজেশনের হয়ে থাকে।
- ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mbps থেকে 10Gbps।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “MAN কি? MAN এর বৈশিষ্ট্য কী কী?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই 5 Star Rating দিবেন।