Proxy হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা User কে ইন্টারনেটের সাথে পরােক্ষভাবে যুক্ত করে দেয়। আর যারা এই ধরনের সেবা দিয়ে থাকে, তারা হচ্ছে Proxy server অর্থাৎ User ও কাঙ্খিত Web এর মাঝে অবস্থান করে Proxy Server। Proxy Server মাঝে অবস্থানের ফলে User ও কাঙ্খিত সাইটের মাঝে সরাসরি কোনাে কানেকশন থাকে না। তাই User এর প্রকৃত তথ্য গােপন থাকে। সহজ ভাষায় Proxy server এর মাধ্যমে আমরা নিজেদের তথ্য গােপন রেখে নেট ব্রাউজ করতে পারি।
Offcanvas menu