কোএক্সিয়াল ক্যাবল কি? কোএক্সিয়াল ক্যাবলের ব্যবহার What is Coaxial cable?

কোএক্সিয়াল ক্যাবল (Coaxial cable) মূলত এক ধরনের তার, যা লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এছাড়া বাসাবাড়িতে ডিস টিভি কানেকশনের জন্য আমরা ব্যাবহার করি। কোএক্সিয়াল ক্যাবল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ৫০ওহম (আরজি-৮, আরজি-১১ আরজি-৫৮), ৭৫ ওহম (আরজি-৫৯) এবং ৯৩ ওহম (আরজি-৬২)। এ ক্যাবলের দাম অনেক কম। তামার তৈরি বলে ইএমআই সমস্যা রয়েছে। এটা দ্বারা তথ্য প্রেরণ করা হয়

 

কো-এক্সিয়াল ক্যাবল কি? কো-এক্সিয়াল ক্যাবলের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং ব্যবহার
কো-এক্সিয়াল হলো এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড (Solid) কপার তার এবং তারকে ঘিরে জড়ানাে থাকে অপরিবাহী প্লাস্টিকের ফোমের ইনসুলেশন। এ ইনসুলেশনের উপর আরেকটি পরিবাহী তার প্যাঁচানো থাকে বা তারের জালি বিছানাে থাকে। এই তার বা জালি বাইরের বৈদ্যুতিক ব্যতিচার থেকে ভেতরের সলিড কপারকে রক্ষা করে, ফলে ডেটা বা সিগন্যাল সুন্দরভাবে চলাচল করতে পারে। আবার বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। এ ক্যাবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম।
কো-এক্সিয়াল ক্যাবল দু’প্রকার।
(১) থিননেট (Thinnet) এবং (২) থিকনেট (Thicknet)।
(১). থিননেট (Thinnet): এ ক্যাবলের ব্যাস ০.২৫ ইঞ্চি এবং রিপিটার ছাড়া ১৮৫ মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। একে 10 base 2 বলা হয়। এখানে ১০ হল ব্যান্ডউইথ (10 Mbps) এবং ২ ক্যাবলের দৈর্ঘ্য (২০০ মিটার)।
(২). থিকনেট (Thicknet): রিপিটার ছাড়া ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে। একে 10 base 5 বলা হয়। এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 Mbps হতে 2 Gbps পর্যন্ত হতে পারে।
কো-এক্সিয়াল ক্যাবলের বৈশিষ্ট্যঃ ii. সহজে স্থাপন করা যায়। ii. অধিক নিরাপদ। iii. দামে কম। iv. অধিক দূরত্বে ডেটা প্রেরণ করা যায়। v.অধিক গতিতে ডেটা প্রেরণ করা যায়।
কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধাঃ i. ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় দামে সস্তা। ii. অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এ ক্যাবল ব্যবহৃত হয়। iii. টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে অধিক দূরত্বে ডেটা পাঠানাে যায়। iv. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। v. এই ক্যাবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। vi. কো-এক্সিয়াল ক্যাবল সহজেই ইনস্টল করা যায়।
কো-এক্সিয়াল ক্যাবলের অসুবিধাঃ i. টুইস্টেড পেয়ার ক্যাবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। ii. তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। iii.রিপিটার ছাড়া ১ কিলােমিটার বেশি দূরে ডেটা পাঠানাে যায় না।
কো-এক্সিয়াল ক্যাবলের ব্যবহারঃ i. স্যাটেলাইট টিভির ক্ষেত্রে ডিশ এন্টেনা থেকে টেলিভিশন সেটে কানেকশন দিতে। ii. বিভিন্ন ভিডিও এডিটিং ফার্মে ভিডিও ডেটা ট্রান্সফারের নেটওয়ার্ক (ল্যান) তৈরিতে iii. বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট এবং আলট্রা সাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্টে।
 
শেষ কথা: আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কোএক্সিয়াল ক্যাবল কি? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts