টুইস্টেড পেয়ার ক্যাবল কি? (What is Twisted pair cable in Bengali/Bangla?)
দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে যে ধরনের ক্যাবল তৈরি করা হয় তাই টুইস্টেড পেয়ার ক্যাবল। টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ.
টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা (Advantages of Twisted pair cable)
টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধাসমূহঃ
- কম দুরত্বে যোগাযোগ ক্যাবল হিসাবে টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- সহজে মেরামত করা যায়।
- এটি অন্যান্য ক্যাবলের চেয়ে দামে সস্তা।
- সহজে স্থাপন করা যায়।
- এটি পুরানো ডেটা প্রেরণ পদ্ধতি।
- অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণের জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয়।
টুইস্টেড পেয়ার ক্যাবলের অসুবিধা (Disadvantages of Twisted pair cable)
টুইস্টেড পেয়ার ক্যাবলের অসুবিধাসমূহঃ
- বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য ২ কিঃ মিঃ পরপর রিপিটার ব্যবহার করতে হয়।
- ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি।
- গঠন পাতলা হবার কারণে সহজেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
- সহজেই নয়েজ সিগনাল দ্বারা প্রভাবিত হয়।
- এক ক্যাবল ব্যবহার করা হয় ১০০ মিটার দূরত্বের মধ্যে তথ্য প্রেরণের জন্য।
টুইস্টেড পেয়ার ক্যাবল এর ব্যবহার (Use of Twisted pair cable)
- টেলিফোন লাইনে এই ক্যাবল ব্যবহৃত হয়।
- ডিজিটাল সিগলানিং ও LAN এর ক্ষেত্রে এ ধরনের ক্যাবল ব্যবহৃত হয়।