সচিবালয় কি? পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি?
সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত এখানে গৃহীত হয়। সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত। এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রতিটি মন্ত্রণালয়ে একজন সচিব থাকেন যিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা।
পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো-
পুঁজিবাদী রাষ্ট্র
- পুঁজিবাদী রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়।
- উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানায় থাকে।
- অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরকার ব্যবস্থা পরিচালিত হয়।
- নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন।
- বর্তমানে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী।
সমাজতান্ত্রিক রাষ্ট্র
- সমাজতান্ত্রিক রাষ্ট্র সম্পত্তির ব্যক্তিগত মালিকানা স্বীকার করে না।
- উৎপাদনের উপাদানসমূহ রাষ্ট্রীয় মালিকানায় থাকে।
- উৎপাদন ও বণ্টন ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
- ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না।
- চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।