চতুর্যোজী মৌল কাকে বলে? পটাশিয়াম (K)-কে ক্ষারধাতু বলা হয় কেন?
চতুর্যোজী মৌল কাকে বলে?
উত্তর : যেসব মৌলের যোজনী চার তাদেরকে চতুর্যোজী মৌল বলে। যেমন– সালফার (S), কার্বন (C) ইত্যাদি।
পটাশিয়াম (K)-কে ক্ষারধাতু বলা হয় কেন?
উত্তর : K পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে। এর সর্ববহিঃস্থ শক্তিস্থরে অবস্থিত একমাত ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। তাই পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়।