Modal Ad Example
পড়াশোনা

বাক্যের মৌলিক উপাদান কোনটি?

1 min read

বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) বর্ণ খ) শব্দ গ) ধ্বনি ঘ) ভাব
সঠিক উত্তর : খ) শব্দ

এ সম্পর্কিত আরও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। বাক্য কাকে বলে?
ক) সম্পূর্ণ অর্থবোধক সুবিন্যস্ত পদসমষ্টিকে বাক্য বলে
খ) বিভক্তিযুক্ত কতকগুলো পদের সমষ্টিকে বাক্য বলে
গ) বিভিন্ন অর্থপ্রকাশক শব্দের সমাবেশকে বাক্য বলে
ঘ) যেকোনো পদসমষ্টি বা শব্দ-বন্ধনকে বাক্য বলে
সঠিক উত্তর : ক) সম্পূর্ণ অর্থবোধক সুবিন্যস্ত পদসমষ্টিকে বাক্য বলে

২। কোনো বাক্যে যার সমন্ধে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক) ক্রিয়াপদ খ) উদ্দেশ্য
গ) কর্মপদ ঘ) বিধেয়
সঠিক উত্তর : খ) উদ্দেশ্য

৩। কোনো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকে কী বলে?
ক) সর্বনাম খ) উদ্দেশ্য
গ) বিশেষণ ঘ) বিধেয়
সঠিক উত্তর : ঘ) বিধেয়

৪। একটি সার্থক বাক্যের গুণ কী কী?
ক) সরল, জটিল, মিশ্র
খ) সংকোচন, সম্প্রসারণ, বিয়োজন
গ) আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা
ঘ) প্রসার, দৃঢ়তা, মাধুর্য
সঠিক উত্তর : গ) আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা

৫। বাক্যে ক্রিয়া পদের অবস্থান কোথায়?
ক) বাক্যের শুরুতে
খ) বাক্যের শেষে
গ) বাক্যের মাঝে
ঘ) কর্তার পরেই
সঠিক উত্তর : খ) বাক্যের শেষে

৬। জটিল বাক্যের অপর নাম কী?
ক) যৌগিক বাক্য খ) মিশ্র বাক্য
গ) সরল বাক্য ঘ) বিধেয় বাক্য
সঠিক উত্তর : খ) মিশ্র বাক্য

৭। বাক্যে অর্থ সঙ্গতি রক্ষাকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা
গ) আসক্তি ঘ) বিধেয়
সঠিক উত্তর : খ) যোগ্যতা

৮। সম্বোধন পদ বাক্যে কোথায় বসে?
ক) বাক্যের প্রথমে
খ) বাক্যের মাঝামাঝি
গ) বাক্যের শেষে
ঘ) কোনো ধরাবাঁধা নিয়ম নেই
সঠিক উত্তর : ক) বাক্যের প্রথমে

৯। ‘রক্ষকই ভক্ষক’ – বাক্যটি কোন জাতীয় বাক্য?
ক) জটিল বাক্য খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর : খ) সরল বাক্য

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x