ক্যাপাসিটর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ক্যাপাসিটর কী?
উত্তর : যে বস্তু চার্জ ধরে রাখতে পারে তাকে ক্যাপাসিটর বা ধারক বলে।

প্রশ্ন-২. দু’টি সমান্তরাল পরিবাহী পরস্পরের কোনো অন্তরক পদার্থ দ্বারা আলাদা করলে কী তৈরি হয়?
উত্তর : ক্যাপাসিটর তৈরি হয়।

প্রশ্ন-৩. ক্যাপাসিটরের ভিতরে যে অন্তরক পদার্থ ব্যবহার করা হয় তাকে কী বলে?
উত্তর : অপরিবাহী পদার্থ বলে।

প্রশ্ন-৪. ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের সাথে ব্যস্তানুপাতিক?
উত্তর : প্লেটের পটেনশিয়াল পার্থক্যের সাথে ব্যস্তানুপাতিক।

প্রশ্ন-৫. ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের সাথে সমানুপাতিক?
উত্তর : চার্জের সাথে সমানুপাতিক।

প্রশ্ন-৬. ক্যাপাসিট্যান্সের সূত্র কি?
উত্তর : ক্যাপাসিট্যান্সের সূত্র হলো- C = Q/V।

প্রশ্ন-৭. কোনো ক্ষেত্রে নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উপযোগী?
উত্তর : নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এসি সরবরাহের ক্ষেত্রে উপযোগী।

প্রশ্ন-৮. ক্যাপাসিটর গ্রুপিং কী?
উত্তর : একই বর্তনীতে একাধিক ক্যাপাসিটরকে নিয়ম অনুযায়ী সিরিজ বা প্যারালাল সংযুক্ত করার পদ্ধতিতে ক্যাপাসিটরের গ্রুপিং বলে।

প্রশ্ন-৯. ক্যাপাসিটরের কাজ কী?
উত্তর : ক্যাপাসিটরের কাজ হল বৈদ্যুতিক চার্জ ধরে রাখা।

প্রশ্ন-১০. ক্যাপাসিট্যান্স কী?
উত্তর : নির্দিষ্ট মাধ্যমে ক্যাপাসিটরের চার্জ ও প্লেটের পটেনশিয়াল পার্থক্যের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবকই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বলে।

প্রশ্ন-১১. ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে ইলেকট্রোড কী কী?
উত্তর : পজেটিভ ইলেকট্রোড ও নেগেটিভ ইলেকট্রোড।

প্রশ্ন-১২. কোন সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স কমে যায়?
উত্তর : সিরিজ সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স কমে যায়।

প্রশ্ন-১৩. ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের দুটি ব্যবহার লেখ।
উত্তর : ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের দুটি ব্যবহার নিচে দেয়া হলো:
১. সিঙ্গেল ফেজ মোটর চালু করতে ব্যবহৃত হয়।
২. টিউব লাইট বিচ্ছিন্ন আলো দর্শনের জন্য ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৪. ক্যাপাসিটর গ্রুপিং করা হয় কেন?
উত্তর : ক্যাপাসিটরের মান বাড়ানোর বা কমানোর জন্য ক্যাপাসিটরকে গ্রুপিং করা হয়।

প্রশ্ন-১৫. কোন সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স এর মান বেড়ে যায়?
অথবা, ক্যাপাসিটরের মান বৃদ্ধির জন্য কোন সংযোগ ব্যবহার করা যায়?
উত্তর : প্যারালাল সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স এর মান বেড়ে যায়।

প্রশ্ন-১৬. ক্যাপাসিটরকে সিরিজ সার্কিটে সংযোগ করলে ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায় না কমে যায়?
উত্তর : ক্যাপাসিটরকে সিরিজ সার্কিটে সংযোগ করলে ক্যাপাসিট্যান্স হ্রাস পায়।

প্রশ্ন-১৭. প্যারালাল সংযোগ ক্যাপাসিট্যান্স বের করার সমীকরণ কি?
উত্তর : C1 + C2 + C3 +… … … + Cn.

প্রশ্ন-১৮. ইলেকট্রোড ও ডাই-ইলেকট্রোড কী?
ইলেকট্রোড : ক্যাপাসিটরে যে দুটি পরিবাহী পাত থাকে তাকে ইলেকট্রোড বলে।
ডাই-ইলেকট্রোড : যে পরিবাহী পাতদ্বয়কে অপরিবাহী অন্তরক পদার্থ দ্বারা আলাদা করা হয় তাকে ডাই-ইলেকট্রোড বলে।

প্রশ্ন-১৯. ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হলে কী হবে?
উত্তর : ক্যাপাসিটরটি চার্জ সঞ্চিত করতে পারবে না।

প্রশ্ন-২০. ক্যাপাসিটরকে কি ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব?
উত্তর : ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব। কারণ, ক্যাপাসিটর চার্জ সংরক্ষণ করে।

প্রশ্ন-২১. ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং কাকে বলে?
উত্তর : ক্যাপাসিটর সর্বোচ্চ যে ভোল্টেজ পর্যন্ত কাজ করে, তাকে ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং বলে। ক্যাপাসিটরের এই ভোল্টেজ রেটিংকে ইংরেজি অক্ষর V দ্বারা প্রকাশ করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *