চট্টগ্রামে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও আরও ৩ জনকে গ্রেপ্তার করে RAB

ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন—চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল উপল চাকমা (৪৫), নান্টু দাস (৪২), কামরুল ইসলাম (৩০) ও গিয়াসউদ্দীন (৪২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গেটের কাছে অবস্থিত কেনটাকি রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর র‌্যাব তাদেরকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনজুর মোরশেদ ডেইলি স্টারকে জানান, এ ঘটনার পর কনস্টেবল উপলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *