নদীতে গরু বোঝাই ট্রলারডুবি, ৭টি গরুর মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরের ইছামতি নদীতে ২৭টি গরুসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার ইছামতি নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা গরুগুলোর মধ্যে এ পর্যন্ত ২০টি জীবিত এবং ৭টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও আটটি গরু নিখোঁজ রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বাংলানিউজকে বলেন, দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কুরবানির ২৭টি গরু বিক্রির জন্য ট্রলারে করে নিয়ে রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশে রওনা দেন। পরে ঘিওর বাজারের কাছে ইছামতি নদীতে ট্রলারটি ডুবে যায়।

পরে ড়ুবে যাওয়া গরুগুলোর মধ্যে জীবিত অবস্থায় ২০টি ও মৃত অবস্থায় ৭ টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *