অপরিকল্পিত ভাবে কিশোরগঞ্জের
ইটনা – মিঠামইন – অস্টগ্রাম এর রাস্তা তৈরী করে আজকের সিলেট এর এই অবস্থা!
পানির Flow কম থাকার কারণ সহজে যেতে পারছে না পানি!
সিলেটে ভয়াবহ বন্যা হচ্ছে। ভারতের চেরাপুঞ্জির পানি আটকে এই ফ্লাস ফ্লাড হচ্ছে। আর এর জন্য একমাত্র দায়ী নতুন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক। তেমনি বলছেন বিশেষজ্ঞরা।
আগে সরাসরি ভারতের চেরাপুঞ্জির পানি সুনামগঞ্জ-বাজিতপুর হয়ে এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন এর ৭৭ কিলোমিটার চ্যানেল দিয়ে প্রবাহিত হতো।
আর এখন পুরো যায়গায় বাধ তৈরী করায় ৭৭ কি.মি. চ্যানেলের পানি পাসের জায়গায় ওয়াটার স্ট্রিমের জন্য রাখা হয়েছে মাত্র ১৭০০ মি মানে ১.৭ কিমি।
পর্যাপ্ত পানি পাস হতে না পেরে ফ্লাস ফ্লাডের পানি জমে এখন সিলেট বিভাগ ডুবে যাচ্ছে।