সমুচ্চয়ী অব্যয় বা বাক্যান্বয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় কাকে বলে?

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। এ অব্যয় বহু রকমের হতে পারে। যেমন–

(ক) সংযোজক : ও, আর, এবং।
“বেলায় উঠে দেখলুম চমৎকার রোদ্দুর উঠেছে ‘এবং’ শরতের পরিপূর্ণ নদীর জল তল্ তল্ থৈ থৈ করছে।” উই ‘আর’ ইঁদুরের দেখ ব্যবহার।

(খ) বিয়োজক : বা, কিংবা, অথবা।
“এ জীবনটা ভালো ‘কিংবা’ মন্দ ‘কিংবা’ যা হোক একটা কিছু।” রফিক ‘অথবা’ রহিম কেউ একজন এলেই চলবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *