Modal Ad Example
পড়াশোনা

জীববিজ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

1 min read

প্রশ্ন-১. প্রজনন কাকে বলে?
উত্তর :
যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে।

প্রশ্ন-২। টেলোফেজ কাকে বলে?
উত্তরঃ মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়কে টেলোফেজ বলে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটতে থাকে এবং সরু ও লম্বা আকার ধারণ করে। বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে।

প্রশ্ন-৩. এইচআইভি কী রোগ সৃষ্টি করে?
উত্তর : HIV ভাইরাস এইডস (AIDS) নামক এক ভয়ংকর রোগ সৃষ্টি করে, যার শেষ পরিণতি মৃত্যু।

প্রশ্ন-৪। কোষপর্দা কাকে বলে?
উত্তরঃ প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত সজীব, প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত প্রভেদক ভেদ্য পর্দাকে কোষপর্দা বলে।

প্রশ্ন-৫. প্রাণিজগতের সর্ববৃহৎ পর্বের নাম কী, কেন সর্ববৃহৎ বলা হয়?
উত্তর : প্রাণীজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা কারণ প্রাণিজগতের প্রায় ১০ লক্ষ প্রজাতি শুধু এ পর্বের প্রাণি।

প্রশ্ন-৬। স্বভোজী কাকে বলে?
উত্তরঃ যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, খাদ্যের জন্য অন্য কোন উদ্ভিদ বা প্রাণির উপর নির্ভর করে না তাদের স্বভোজী বলে। উৎপাদক উদ্ভিদগুলোকে স্বভোজী বলে।

প্রশ্ন-৭. ইনসুলিন কি?
উত্তর : ইনসুলিন হলো মানবদেহের অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অন্তঃক্ষরা গ্রন্থিনিঃসৃত একপ্রকার হরমোন যা মানবদেহের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন-৮। পরভোজী কাকে বলে?
উত্তরঃ যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য জীবদেহের ওপর নির্ভর করে তাকে পরভোজী বলে।

প্রশ্ন-৯. মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে থাকে না কোনটি?
উত্তর :
 মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে ফুসফুস থাকে না।

প্রশ্ন-১০. বিয়োজক বলতে কি বুঝায়?
উত্তর :
 পরভোজী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল জৈব যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হলো বিয়োজক।

প্রশ্ন-১১. মধ্যশিরা কাকে বলে?
উত্তর :
 বৃন্তশীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে মধ্যশিরা বলে।

প্রশ্ন-১২. পাখিকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয় কেন?
উত্তর :
 যারা প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বেঁচে থাকে তারাই দ্বিতীয় স্তরের খাদক। এক্ষেত্রে পাখি প্রথম স্তরের খাদক কীটপতঙ্গকে খেয়ে বেঁচে থাকে। একারণে পাখিকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়।

প্রশ্ন-১৩. অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে?
উত্তর :
 যেসব প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে।

প্রশ্ন-১৪. চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উত্তর :
 চিংড়ির রেচন অঙ্গের নাম হলো অ্যান্টেনাল (বা গ্রীন) গ্ল্যান্ড।

প্রশ্ন-১৫. কোন প্রানীকে ডেভিল মাছ বলে?
উত্তর :
 অক্টোপাসকে ডেবিল মাছ বলা হয়।

প্রশ্ন-১৬. ইন্টারফেরন কি?
উত্তর :
 ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা।

প্রশ্ন-১৭. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
উত্তর :
 F1 জনুতে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়াকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

প্রশ্ন-১৮. অস্থিভঙ্গ কত ধরনের?
উত্তর :
 অস্থিভঙ্গ তিন ধরনের হতে পারে – সাধারণ, যৌগিক ও জটিল।

প্রশ্ন-১৯. বায়ুথলির কাজ কি?
উত্তর :
 বায়ুথলির কাজ হচ্ছে – ভারসাম্য রক্ষা, শ্বসন, দেহ চাপের সমতা রক্ষা, শব্দ গ্রহণ, শব্দ উৎপাদন, খাদ্য অনুসন্ধান ও আত্মরক্ষা করা ইত্যাদি।

প্রশ্ন-২০. সরল পত্র কী?
উত্তর :
 যে পত্রে বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে তাই সরল পত্র।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x