সবার আমি ছাত্র কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণি – বাংলা ১ম পত্র
১. সবার আমি ছাত্র কবিতায় কে কবিকে উদার হাতে শিক্ষা দেয়?
ক. সাগর খ. খোলা মাঠ
গ. বাতাস ঘ. আকাশ
সঠিক উত্তর : ঘ
২. কবি সুনির্মল বসু কার কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন?
ক. সাগর খ. পাহাড়
গ. আকাশ ঘ. বায়ুর
সঠিক উত্তর : ঘ
৩. সাগর তার বুকে রত্নভান্ডার ধারণ করে নীরবে কী করে যায়?
ক. ত্যাগ স্বীকার খ. ঋণ স্বীকার
গ. মানবকল্যাণ ঘ. উপকার
সঠিক উত্তর : গ
৪. নিচের কোনটি গতিময়?
ক. ঝরনা খ. বায়ু
গ. সাগর ঘ. সূর্য
সঠিক উত্তর : ক
৫. কে সুনির্মল বসুকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়?
ক. দেশলাই খ. চাঁদ
গ. সূর্য ঘ. আগুন
সঠিক উত্তর : গ
৬. কবি সুনির্মল বসুকে সূর্য কিসের মন্ত্রণা দেয়?
ক. আপন বেগে চলতে
খ. বড় হতে
গ. আপন তেজে জ্বলতে
ঘ. কঠোর হতে
সঠিক উত্তর : গ
৭. সবার আমি ছাত্র কবিতায় মানব চরিত্রের কোন গুণের উল্লেখ আছে?
ক. ভীরুতা খ. শিষ্টাচার
গ. কোমলতা ঘ. উদার
সঠিক উত্তর : ক
৮. সবার আমি ছাত্র কবিতায় আপন বেগে চলতে কে শিক্ষা দেয়?
ক. চাঁদ খ. নদী
গ. বায়ু ঘ. সমুদ্র
সঠিক উত্তর : খ
৯. সুনির্মল বসুকে চাঁদ কী কথা শেখায়?
ক. সরস কথা বলতে
খ. খাঁটি কথা বলতে
গ. সত্য কথা বলতে
ঘ. মধুর কথা বলতে
সঠিক উত্তর : ঘ
১০. সবার আমি ছাত্র কবিতায় কবিকে কে ইঙ্গিত শিক্ষা দেয়?
ক. নদী খ. সাগর
গ. বাতাস ঘ. আকাশ
সঠিক উত্তর : খ
১১. সবার আমি ছাত্র কবিতা অনুযায়ী আমাদের অন্তর কিসের মতো হোক?
ক. নির্মল সতেজ
খ. দিল খোলা
গ. ফুলের মতো কোমল
ঘ. রত্ন-আকর
সঠিক উত্তর : ঘ
১২. সুনির্মল বসু কার কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন?
ক. ঝরনা খ. মাটি
গ. আকাশ ঘ. নদী
সঠিক উত্তর : খ
১৩. ‘সবার আমি ছাত্র’ কবিতায় মাটির কাছ থেকে আমরা কী শিখতে পাই?
ক. স্থিরতা খ. সহিষ্ণুতা
গ. কঠোরতা ঘ. উদারতা
সঠিক উত্তর : খ
১৪. কবি সুনির্মল বসুর মতে পাঠশালা কোথায়?
ক. বিশ্বজোড়া খ. ইরান
গ. চীন ঘ. দিল্লি
সঠিক উত্তর : ক
১৫. ‘সবার আমি ছাত্র কবিতায়’ এই পৃথিবীর খাতা কেমন?
ক. গোলাকার খ. মাঝারি
গ. বিরাট ঘ. ছোট
সঠিক উত্তর : গ
১৬. ‘মন্ত্রণা’ শব্দের অর্থ কী?
ক. প্রেরণা খ. মন ভোলানো
গ. যন্ত্র ঘ. মন্ত্র
সঠিক উত্তর : ক
১৭. ‘শ্যাম বনানী’ শব্দের অর্থ কী?
ক. শ্যামের বাড়ি খ. ফুলের বাগান
গ. সবুজ বন ঘ. কালো বন
সঠিক উত্তর : গ
১৮. ‘সবার আমি ছাত্র কবিতায় মানুষ কিসের ওপর নির্ভরশীল?
ক. প্রকৃতি খ. আকাশ
গ. নদী ঘ. পানি
সঠিক উত্তর : ক
১৯. মানবিক ও নৈতিক শিক্ষা লাভে সবচেয়ে বড় সহায়ক শক্তি কী?
ক. চাঁদ খ. ঝরনা
গ. উদারতা ঘ. প্রকৃতি
সঠিক উত্তর : ঘ
২০. আমাদের কর্ম প্রেরণার বড় উৎস কী?
ক. সাগরের ঢেউ খ. সূর্যের তেজ
গ. নিরন্তর বায়ুপ্রবাহ ঘ. বেগবান নদী
সঠিক উত্তর : গ