১. শিশুর বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটি?
ক. পরিবার খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. খেলার সঙ্গী
সঠিক উত্তর : ক
২. বর্তমানে কেন পরিবারের ধর্মবিষয়ক ভূমিকা দুর্বল হয়ে পড়ছে?
ক. মা–বাবা সচেতন নন বলে
খ. শিশুর আগ্রহের কারণে
গ. সময়ের পরিবর্তনে
ঘ. ধর্ম বিষয়ে অজ্ঞতার কারণে
সঠিক উত্তর : গ
৩. কোন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক থাকে?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
ঘ. পারিবারিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর : ঘ
৪. কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংগঠন?
ক. পরিবার খ. গোষ্ঠী
গ. সম্প্রদায় ঘ. সংঘ
সঠিক উত্তর : ক
৫. কোথায় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক বিদ্যমান?
ক. ধর্মীয় উপাসনালয়ে খ. সংঘে
গ. সমিতিতে ঘ. পরিবারে
সঠিক উত্তর : ঘ
৬. কোনটি চিরস্থায়ী সামাজিক সংগঠন?
ক. বিশ্ববিদ্যালয় খ. রাজনৈতিক সংগঠন
গ. ধর্মীয় উপাসনালয় ঘ. পরিবার
সঠিক উত্তর : ঘ
৭. মানবজাতির বিকাশ লাভ ঘটেছে কীভাবে?
ক. পরিবারের মাধ্যমে
খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
ঘ. জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে
সঠিক উত্তর : ক
৮. পরিবার কীভাবে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখে?
ক. অর্থনৈতিক চাহিদা পূরণের মাধ্যমে
খ. সামাজিক রীতিনীতি পালনের মাধ্যমে
গ. মানবজাতির বিকাশের মাধ্যমে
ঘ. ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে
সঠিক উত্তর : গ
৯. বিয়ে, আত্মীয়তা অথবা মা–বাবার সূত্রের বন্ধনে কোন সামাজিক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ. পারিবারিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর : ঘ
১০. কোনটি সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে নানা রকম দায়িত্ব পালন করে থাকে?
ক. বিদ্যালয় খ. সংঘ
গ. ধর্ম ঘ. পরিবার
সঠিক উত্তর : ঘ
১১. পরিবারের অন্যতম কাজ কোনটি?
ক. অর্থনৈতিক চাহিদা পূরণ
খ. ধর্মীয় শিক্ষা প্রদান
গ. সামাজিক রীতিনীতি শিক্ষাদান
ঘ. বংশরক্ষা ও সামাজিকীকরণ
সঠিক উত্তর : ঘ
১২. রহিম বিয়ের পর স্ত্রী ও সন্তান নিয়ে শহরে এসে বসবাস শুরু করেন। এখানে রহিমের পরিবারটি কোন ধরনের পরিবার?
ক. একক পরিবার খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার ঘ. দলগত পরিবার
সঠিক উত্তর : ক
১৩. পরিবারের ভূমিকা রয়েছে—
i. মানবজাতির বিকাশে
ii. সমাজের অগ্রগতি সাধনে
iii. বিশৃঙ্খলা সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৪. গ্রামে যৌথ পরিবারে ভাঙন দেখা দেওয়ার কারণ কোনটি?
ক. সামাজিক পরিবর্তন খ. রাজনৈতিক পরিবর্তন
গ. আর্থিক পরিবর্তন ঘ. ধর্মীয় পরিবর্তন
সঠিক উত্তর : ক
১৫. বাংলাদেশের কোথায় একক পরিবারের সংখ্যা বেশি?
ক গ্রামাঞ্চলে খ. উপকূলীয় অঞ্চলে
গ. পার্বত্য অঞ্চলে ঘ. শহরাঞ্চলে
সঠিক উত্তর : ঘ
১৬. কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়?
ক. শহুরে সমাজে খ. গ্রামীণ সমাজে
গ. নদীতীরবর্তী সমাজে ঘ. পাহাড়ি সমাজে
সঠিক উত্তর : খ
১৭. শহুরে পরিবারগুলো ক্ষুদ্রাকার হয় কেন?
ক. সীমিত আয়ের কারণে
খ. ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের জন্য
গ. ভোগবাদী মানসিকতার জন্য
ঘ. শিক্ষার প্রসারের ফলে
সঠিক উত্তর : ক
১৮. গ্রামের অধিকাংশ লোক কিসের ওপর নির্ভরশীল?
ক. ব্যবসা খ. কুটিরশিল্প
গ. কৃষিকাজ ঘ. চাকরি
সঠিক উত্তর : গ
১৯. কোনটি ভেদে বাংলাদেশের পরিবারে পার্থক্য দেখা যায়?
ক. গ্রাম ও শহরভেদে
খ. গ্রামীণ কাঠামোভেদে
গ. শহরের কাঠামোভেদে
ঘ. ধর্মীয় অনুশাসনভেদে
সঠিক উত্তর : ক
২০. শহুরে শিক্ষিত পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. স্বামীর হাতে
খ. স্ত্রীর হাতে
গ. স্বামী-স্ত্রী উভয়ের হাতে
ঘ. সবার হাতে
সঠিক উত্তর : গ
২১. সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বর্তমান কোনটির দায়িত্ব গ্রহণ করছে?
ক. পরিবারের
খ. শিক্ষার
গ. ধর্মের
ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ডের
সঠিক উত্তর : ক
২২. পারিবারিক বিশৃঙ্খলার ফলে শিশুর আচরণে দেখা দেয় —
i. একাকিত্ববোধ
ii. শৃঙ্খলাবোধ
iii. আত্মকেন্দ্রিক মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
২৩. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে অন্তরায়
i. পারিবারিক বিশৃঙ্খলা
ii. মা–বাবার বিচ্ছেদ
iii. পরিবারের সদস্যদের সৌহার্দ্যমূলক সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২৪. পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকে শিশুরা শিখে থাকে—
i. সহযোগিতা ও সহমর্মিতা
ii. শৃঙ্খলাবোধ ও নিয়মনীতি
iii. স্নেহ-ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২৫. কোনটি শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে প্রধান অন্তরায়?
ক. সঙ্গদোষ
খ. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়
গ. অসুখী পরিবার
ঘ. সুখী পরিবার
সঠিক উত্তর : গ
২৬. কোনটি শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করে?
ক. বাবার অত্যধিক শাসন
খ. ভাইবোনদের সঙ্গে সম্পর্ক
গ. পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক
ঘ. স্নেহ ও ভালোবাসার সম্পর্ক
সঠিক উত্তর : ক
২৭. পারিবারিক বিশৃঙ্খলা শিশুর আচরণে কীরূপ প্রভাব রাখে?
ক. প্রতিহিংসাপরায়ণ করে
খ. সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করে
গ. শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়
ঘ. স্নেহ-ভালোবাসার শিক্ষা দেয়
সঠিক উত্তর : ক
২৮. কে শিশুর ভাষাশিক্ষার প্রথম মাধ্যম?
ক. মা খ. বাবা
গ. আত্মীয়স্বজন ঘ. শিক্ষক
সঠিক উত্তর : ক
২৯. চাকরিজীবী মা–বাবার শিশুরা কার ওপর নির্ভরশীল?
ক. বাবার খ. মায়ের
গ. দাদার ঘ. গৃহভৃত্যের
সঠিক উত্তর : ঘ
৩০. কার কাছ থেকে শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে?
ক. মা খ. বাবা
গ. ভাইবোন ঘ. খেলার সাথি
সঠিক উত্তর : ক
৩১. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে কোনটি?
ক. মা–বাবার পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক
খ. মা–বাবার বৈরী সম্পর্ক
গ. ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক
ঘ. আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক
সঠিক উত্তর : ক
৩২. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. নান্দনিক গৃহপরিবেশ
খ. বিশৃঙ্খল পরিবেশ
গ. সুন্দর পারিবারিক পরিবেশ
ঘ. বিলাসবহুল জীবনযাপন
সঠিক উত্তর : গ
৩৩. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. সুন্দর সামাজিক পরিবেশ
খ. সুন্দর পারিবারিক পরিবেশ
গ. সুন্দর ধর্মীয় পরিবেশ
ঘ. সুন্দর রাজনৈতিক পরিবেশ
সঠিক উত্তর : খ
৩৪. কে শিশুর প্রথম খাদ্যাভ্যাস গঠন করেন?
ক. মা খ. নানি
গ. দাদি ঘ. আত্মীয়স্বজন
সঠিক উত্তর : ক
৩৫. কাদের মাধ্যমে শিশু শিক্ষাজীবনে প্রবেশ করে?
ক. মা–বাবার মাধ্যমে
খ. ভাইবোনের মাধ্যমে
গ. শিক্ষকদের মাধ্যমে
ঘ. ধর্মীয় গুরুর মাধ্যমে
সঠিক উত্তর : ক
৩৬. কোনটি শিশুর গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান?
ক. স্কুল খ. মসজিদ
গ. ক্লাব ঘ. পরিবার
সঠিক উত্তর : ঘ
৩৭. যৌথ পরিবার শিশুদের মধ্যে—
i. অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়
ii. বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে
iii. অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৩৮. সামাজিকীকরণ বলতে কোনটিকে বোঝায়?
ক. সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠা
খ. সামাজিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো
গ. সামাজিক কার্যকারণে ভূমিকা রাখা
ঘ. সমাজের নিয়মনীতি অমান্য করা
সঠিক উত্তর : ক
৩৯. শিশুরা সাধারণত কার আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়?
ক. শিক্ষক খ. মা-বাবা
গ. প্রতিবেশী ঘ. সঙ্গী
সঠিক উত্তর : খ
৪০. পরিবর্তনশীল পরিবার বলতে কোনটিকে বোঝায়?
ক. গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি
খ. গ্রামীণ পরিবারের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন
গ. পারিবারিক মূল্যবোধের পরিবর্তন
ঘ. ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয়
সঠিক উত্তর : ক