ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি সঠিক প্রক্রিয়া?
ক. ইনপুট—মেমোরি —প্রসেসর—আটউপুট
খ. ইনপুট—মেমোরি—প্রসেসর—মেমোরি—আউটপুট
গ. আউটপুট—মেমোরি—প্রসেসর —ইনপুট
ঘ. আউটপুট—প্রসেসর—মেমোরি—ইনপুট
সঠিক উত্তর : খ
২. প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?
ক. ইনপুটে খ. আউটপুটে
গ. মেমোরিতে ঘ. অভ্যন্তরীণ প্রসেসরে
সঠিক উত্তর : গ
৩. কোনটি মেমোরি হতে তথ্য আদান-প্রদান করে?
ক. ইনপুট খ. আউটপুট
গ. প্রসেসর ঘ. মাদারবোর্ড
সঠিক উত্তর : গ
৪. কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া–নেওয়ার পর সেগুলো কী করে?
ক. সংরক্ষণ করে
খ. মুছে ফেলে
গ. প্রক্রিয়াকরণ করে
ঘ. সংশ্লেষণ করে
সঠিক উত্তর : গ
৫. প্রোগ্রামিং কী?
ক. বাংলা ভাষায় লেখা নির্দেশ
খ. ইংরেজি ভাষায় লেখা নির্দেশ
গ. কম্পিউটারের ভাষায় লেখা নির্দেশ
ঘ. ফরাসি ভাষায় লেখা নির্দেশ
সঠিক উত্তর : গ
৬. বিশ্বের বিভিন্ন ভাষা লেখা যায় কী দিয়ে?
ক. কি-বোর্ড খ. মাউস
গ. টাচস্ক্রিন ঘ. খ ও গ
সঠিক উত্তর : ক
৭. লিখতে ও ছবি অঙ্কন করতে নিচের কোনগুলো ব্যবহার করা হয়?
ক. কি-বোর্ড ও মাউস
খ. মাউস ও স্ক্যানার
গ. কি-বোর্ড ও স্ক্যানার
ঘ. কি-বোর্ড ও ডিজিটাল ক্যামেরা
সঠিক উত্তর : ক
৮. ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট ডিভাইস
খ. আউটপুট ডিভাইস
গ. স্টোরেজ ডিভাইস
ঘ. সাধারণ ডিভাইস
সঠিক উত্তর : ক
৯. কম্পিউটারে ছবি ঢোকাতে ব্যবহার করা হয় কোনটি?
ক. প্রিন্টার খ. মনিটর
গ. কি-বোর্ড ঘ. স্ক্যানার
সঠিক উত্তর : ঘ
১০. ওএমআর কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
সঠিক উত্তর : ক
১১. বারকোড পড়ার জন্য কোন ইনপুট ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয়?
ক. স্ক্যানার খ. প্রিন্টার
গ. মাইক্রোফোন ঘ. বারকোড রিডার
সঠিক উত্তর : ঘ
১২. পরীক্ষার খাতা পড়তে ব্যবহার করা হয় কোন যন্ত্রটি?
ক. বারকোড রিডার
খ. ওএমআর
গ. স্ক্যানার
ঘ. প্রিন্টার
সঠিক উত্তর : খ
১৩. ইনপুট ডিভাইস হলো —
i. জয়স্টিক
ii. ওয়েবক্যাম
iii. ভিডিও ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৪. কম্পিউটার ডেটা এন্ট্রি করার যন্ত্র হলো —
i. মাউস
ii. ওএমআর
iii. স্ক্যানার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৫. কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ কী?
ক. সিপিইউ খ. মাদার বোর্ড
গ. মেমোরি ঘ. মাউস
সঠিক উত্তর : গ
১৬. কোনটিতে তথ্য সাময়িকভাবে রাখা হয়?
ক.র্যাম খ. হার্ড ড্রাইভ
গ. পেনড্রাইভ ঘ. ডিস্ক
সঠিক উত্তর : ক
১৭. ROM–এর পূর্ণরূপ কী?
ক. Read only Memory
খ. Read only Money
গ. Read only Manage
ঘ. Read only Management
সঠিক উত্তর : ক
১৮. নিচের কোনটি স্থায়ী মেমোরি?
ক. RAM খ. ROM
গ. ওয়েবক্যাম ঘ. ওএমআর
সঠিক উত্তর : খ
১৯. বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কোনটি থেকে যাবতীয় তথ্য মুছে যায়?
ক. RAM খ. রম
গ. ফ্লাসমেমোরি ঘ. স্টোরেজ ডিভাইস
সঠিক উত্তর : খ
২০. সবচেয়ে বড় স্টোরেজ ডিভাইসের নাম কি?
ক. RAM খ. ROM
গ. Hard disk ঘ. CD
সঠিক উত্তর : গ
২১. USB–এর পূর্ণরূপ কী?
ক. Universal Serial Bus
খ. Unit Serial Bus
গ. Unique Serial Bus
ঘ. Universal Select Bus
সঠিক উত্তর : ক
২২. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার সহজ মাধ্যম কোনটি?
ক. হার্ডডিস্ক ড্রাইভ খ. RAM
গ. রম ঘ. পেনড্রাইভ
সঠিক উত্তর : ঘ
২৩. পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. স্টোরেজ
ঘ. একই সাথে ইনপুট ও আউটপুট
সঠিক উত্তর : গ
২৪. OS-এর পূর্ণরূপ কী?
ক. Open system
খ. Operating System
গ. Open software
ঘ. On Switch
সঠিক উত্তর : খ
২৫. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কী?
ক. ইনপুট-আউটপুট অপারেশন
খ. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনা
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
সঠিক উত্তর : গ
২৬. সফটওয়্যারের অপর নাম কী?
ক. ডেটা খ. প্রোগ্রাম
গ. অ্যাপ্লিকেশন ঘ. সিস্টেম
সঠিক উত্তর : খ
২৭. PC–এর পূর্ণ রূপ কী?
ক. Personal Camera
খ. Permanent Computer
গ. Personal Computer
ঘ. Personal Company
সঠিক উত্তর : গ
২৮. ম্যাক কী?
ক. কম্পিউটার খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি ঘ. হার্ডওয়্যার
সঠিক উত্তর : খ
২৯. কোনটি মুক্ত অপারেটিং সিস্টেম?
ক. ম্যাক খ. ইউনিক্স
গ. লিনাক্স ঘ. উইন্ডোজ
সঠিক উত্তর : গ
৩০. বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অনেকেই কী বিক্রি করেন?
ক. ইলেকট্রনিকস
খ. ডায়মন্ড
গ. প্যাকেজ সফটওয়্যার
ঘ. মোবাইল
সঠিক উত্তর : গ
৩১. একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা সফটওয়্যার তৈরি করা হয়, তখন তাকে কী বলে?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. কাস্টমাইজড সফটওয়্যার
গ. অপারেটিং সফটওয়্যার
ঘ. সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর : খ
৩২. পথঘাট চিনতে কী ব্যবহৃত হয়?
ক. কম্পিউটার
খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি
ঘ. জিপিএস
সঠিক উত্তর : ঘ
৩৩. টেলিফোনের সাথে কম্পিউটারের সংযোগ দেওয়ার যন্ত্রকে কী বলে?
ক. মডেম
খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি
ঘ. জিপিএস
সঠিক উত্তর : ক
৩৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে প্রেরণ করা হয় কবে?
ক. ১২ মে ২০১৮ সালে
খ. ১৮ মে ২০১৮ সালে
গ. ২৬ মে ২০১৯ সালে
ঘ. ১২ জুন ২০১৯ সালে
সঠিক উত্তর : ক
৩৫. কম্পিউটার গেম তৈরি করতে কী ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. কাস্টমাইজড সফটওয়্যার
গ. অপারেটিং সফটওয়্যার
ঘ. সিস্টেম ইউটিলিটি
সঠিক উত্তর : ক
৩৬. মুঠোফোনে আমরা যোগাযোগের জন্য কোনটি ব্যবহার করি?
ক. বৈদ্যুতিক সংকেত
খ. বেতার সংকেত
গ. আলোক সংকেত
ঘ. শব্দ সংকেত
সঠিক উত্তর : খ
৩৭. মুঠোফোন এখন ধীরে ধীরে কোন যন্ত্রে পরিণত হয়েছে?
ক. ল্যাপটপ খ. টাচপ্যাড
গ. স্মার্টফোন ঘ. ট্যাবলেট পিসি
সঠিক উত্তর : গ
৩৮. প্রসেসরকে কী বলা হয়?
ক. মেমোরির ব্রেন
খ. কম্পিউটারের ব্রেন
গ. মাদারবোর্ডের ব্রেন
ঘ. হার্ডডিস্কের ব্রেন
সঠিক উত্তর : খ
৩৯. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?
ক. ২৫ তম খ. ৪৮ তম
গ. ৫৭ তম ঘ. ৬০ তম
সঠিক উত্তর : গ
৪০. বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগমাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
সঠিক উত্তর : ঘ
৪১. একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. কি-বোর্ড খ. মনিটর
গ. টাচ স্ক্রিন ঘ. মাদারবোর্ড
সঠিক উত্তর : গ
৪২. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার
খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. স্যাটেলাইট
সঠিক উত্তর : ঘ
৪৩. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
ক. মাইক্রো কম্পিউটার
খ. পিসি
গ. আইবিএম
ঘ. মাই কম্পিউটার
সঠিক উত্তর : ক
৪৪. CPU–এর পূর্ণরূপ কী?
ক. Central protocol Unit
খ. Central processing Unit
গ. Cantral processing Unit
ঘ. Common processing Unit
সঠিক উত্তর : খ
৪৫. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বে বিপ্লব ঘটিয়েছে?
ক. বিভিন্নমুখী ব্যবহার
খ. জটিল কর্মপদ্ধতি
গ. ইলেকট্রনিক গঠন
ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা
সঠিক উত্তর : ক
৪৬. কম্পিউটারের যন্ত্রপাতি অংশগুলোকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট
গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
সঠিক উত্তর : গ
৪৭. কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. চারটি খ. তিনটি
গ. দুটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর : ক
৪৮. ল্যাপটপ কোন ধরনের কম্পিউটারের অন্তর্ভুক্ত?
ক. সুপার খ. মিনি
গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
সঠিক উত্তর : খ
৪৯. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. স্পিকার ঘ. মনিটর
সঠিক উত্তর : খ
৫০. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. মাউস ঘ. স্ক্যানার
সঠিক উত্তর : ক
৫১. বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
সঠিক উত্তর : ক
৫২. স্ক্যানার কী?
ক. ইনপুট ডিভাইস
খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস
ঘ. প্রসেসিং ডিভাইস
সঠিক উত্তর : ক
৫৩. জয়স্টিক কী?
ক. ইনপুট ডিভাইস
খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস
ঘ. প্রসেসিং ডিভাইস
সঠিক উত্তর : ক
৫৪. OMR–এর পূর্ণরূপ কী?
ক. Optimat Mark Reader
খ. Optical Mark Reader
গ. Optical Mark Recognition
ঘ. Optical Magnetic Recognition
সঠিক উত্তর : খ
৫৫. ডিজিটাল ক্যামেরা কী?
ক. মেমোরি
খ. ইনপুট ডিভাইস
গ. আউটপুট ডিভাইস
ঘ. প্রসেসিং ডিভাইস
সঠিক উত্তর : খ
৫৬. ইনপুট ডিভাইস হলো —
i. মাউস
ii. প্রিন্টার
iii. বারকোড রিডার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i ও iii
সঠিক উত্তর : ঘ
৫৭. অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কিসের সংযোগ দিতে হয়?
ক. প্রিন্টার খ. স্ক্যানার
গ. পেনড্রাইভ ঘ. ইন্টারনেট
সঠিক উত্তর : ঘ
৫৮. RAM কী?
ক. অস্থায়ী মেমোরি
খ. স্থায়ী মেমোরি
গ. সহায়ক মেমোরি
ঘ. হার্ডডিস্ক
সঠিক উত্তর : ক
৫৯. কম্পিউটার সিডি থেকে কী দিয়ে তথ্য সংগ্রহ করে?
ক. শব্দ সংকেত
খ. তড়িৎ সংকেত
গ. আলোর সংকেত
ঘ. চৌম্বক সংকেত
সঠিক উত্তর : গ
৬০. RAM–এর পূর্ণ রূপ কী?
ক. Read Access Memory
খ. Random Access Memory
গ. Readable Access Memory
ঘ. Read Access Money
সঠিক উত্তর : খ
৬১. কোনটি বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে?
ক. রেমিট্যান্স
খ. বৈদেশিক ঋণ
গ. বৈদেশিক অনুদান
ঘ. শুল্ক
সঠিক উত্তর : ক
৬২. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?
ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান
খ. সমবায় প্রতিষ্ঠান
গ. ব্যবসায় প্রতিষ্ঠান
ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
সঠিক উত্তর : গ
৬৩. একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কী?
ক. আত্মীয়স্বজন
খ. ব্যাংকঋণ
গ. মহাজন
ঘ. নিজস্ব তহবিল
সঠিক উত্তর : ঘ
৬৪. একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করা অর্থ দিয়ে কর্মচারীদের মজুরি দিলে তা অর্থায়নের কোন নীতির মধ্যে পড়ে?
ক. উপযুক্ততার নীতি
খ. বৈচিত্র্যের নীতি
গ. তারল্য নীতি
ঘ. মুনাফা অর্জনের নীতি
সঠিক উত্তর : ক
৬৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
ঘ. সমবায় ব্যবসায়
সঠিক উত্তর : গ
৬৬. চলতি খরচ —
i. দোকানভাড়া
ii. কর্মচারীর বেতন
iii. দোকানের আয়তন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৬৭. স্থায়ী খরচ —
i. রেফ্রিজারেটর কেনা
ii. কর্মচারীর বেতন
iii. দোকানের আয়তন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৬৮. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক. ব্যবস্থাপনা
খ. মূলধন
গ. কর্মী সংগ্রহ
ঘ. তহবিল ব্যবস্থাপনা
সঠিক উত্তর : ঘ
৬৯. কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করতে হবে, তা কে নির্ধারণ করে?
ক. ব্যবস্থাপনা খ. অর্থায়ন
গ. হিসাববিজ্ঞান ঘ. অর্থনীতি
সঠিক উত্তর : খ
৭০. রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতিবছর বিরাট অঙ্কের কী দেখা যায়?
ক. বাজেট ঘাটতি
খ. প্রণোদনা
গ. বাজেট
ঘ. অর্থনীতি
সঠিক উত্তর : ক
৬১. ক্ষমতার দিক থেকে বড় কম্পিউটার কোনটি?
ক. সুপার কম্পিউটার
খ. মেইনফ্রেম কম্পিউটার
গ. মিনি কম্পিউটার
ঘ. মাইক্রো কম্পিউটার
সঠিক উত্তর : ক
৬২. নিচের কোনটি থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়?
ক. র্যাম খ. রম
গ. ডেটা টেপ ঘ. ইপিরম
সঠিক উত্তর : ক
৬৩. কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্ক খ. পেনড্রাইভ
গ. সিডি র্যাম ঘ. ইপিরম
সঠিক উত্তর : খ
৬৪. CD–এর পূর্ণরূপ কী?
ক. Compact Disk
খ. Contact Disk
গ. Contact Drive
ঘ. Comparet Disc
সঠিক উত্তর : ক
৬৫. মাদারবোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস ডিভাইস কোনটি?
ক. র্যাম খ. প্রসেসর
গ. হার্ডডিস্ক ঘ. রম
সঠিক উত্তর : খ
৬৬. স্যাটেলাইট কী?
ক. তথ্য আদানপ্রদান করার যন্ত্র
খ. গান শোনার যন্ত্র
গ. লেখালেখি করার যন্ত্র
ঘ. তথ্য প্রদান করার যন্ত্র
সঠিক উত্তর : ক
৬৭. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
ক. মেমোরি খ. প্রসেসর
গ. ইনপুট ডিভাইস ঘ. আউটপুট ডিভাইস
সঠিক উত্তর : খ
৬৮. মাদারবোর্ডে সংযুক্ত থাকে?
i. র্যাম
ii. ডিস্ক ড্রাইভ
iii. প্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৬৯. ইউনিক্স কী?
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. কাস্টমাইজ সফটওয়্যার
ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর : ঘ
৭০. অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোথায় সংরক্ষিত থাকে?
ক. র্যাম খ. রমে
গ. হার্ডডিস্কে ঘ. পেনড্রাইভে
সঠিক উত্তর : গ