পড়াশোনা

কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

১. ‘কৃষ্ণকুমারী’ কোন ধরনের রচনা?

ক . উপন্যাস খ. ছোটগল্প

গ. নাটক  ঘ. প্রহসন

সঠিক উত্তর : গ

২. বাংলায় সনেট প্রবর্তন করেন কে?

ক. আবদুল হাকিম

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. কায়কোবাদ

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : খ

৩. মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত সালে?

ক. ১৮২৪ খ. ১৮৭১

গ. ১৮৭৩ ঘ. ১৮৭৪

সঠিক উত্তর : ক

৪. মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?

ক. মায়ের খ. বন্ধুর

গ. কপোতাক্ষের  ঘ. ধানসিঁড়ির

সঠিক উত্তর : গ

৫. কবি হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কপোতাক্ষের নিকট অনুরোধ করেন?

ক. বিদেশিদের নিকট

খ. বঙ্গবাসীর নিকট

গ. সাগরের কাছে

ঘ. মায়ের কাছে

সঠিক উত্তর : ক

৬. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে?’ কবি কার কথা ভাবেন?

ক. কপোতাক্ষ নদ

খ. মাতৃভূমি

গ. সাগরদাড়ি

ঘ. বঙ্গজননী

সঠিক উত্তর : ক

৭. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?

ক. ফ্রান্সের ভার্সাই নগরীতে

খ. জার্মানির বার্লিন নগরীতে

গ. ইংল্যান্ডের ডাবলিন নগরীতে

ঘ. ফ্যান্সের প্যারিস নগরীতে

সঠিক উত্তর : ক

৮. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে’ — এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?

ক. ভ্রান্তিবিলাস খ. স্মৃতি রোমন্থন

গ. আত্মসংবিৎ ঘ. চৈতন্য-উদয়

সঠিক উত্তর : খ

৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?

ক. গভীরভাবে নিজ কর্মের প্রতি অনুতপ্ত হয়ে

খ. শৈশবের নদ কপোতাক্ষের কথা মনে পড়ায়

গ. ফেলে আসা বর্ণিল দিনগুলোর কথা মনে পড়ায়

ঘ. দেশের প্রিয়জনদের স্মৃতি মনে করে

সঠিক উত্তর : গ

১০. কপোতাক্ষের কলকল ধ্বনি শুনে কবির কী হয়?

ক. সংশয় হয় খ. ভয় হয়

গ. দুঃখবোধ হয়  ঘ. ভ্রান্তি হয়

সঠিক উত্তর : ঘ

১১. ‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’—কথাটির অর্থ কী?

ক. আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা

খ. নিজেকে প্রবোধ দেওয়া

গ. সম্মোহিত হওয়া

ঘ. স্মৃতি রোমন্থনে সুখানুভব

সঠিক উত্তর : ক

১২. কবি কাকে ‘ভ্রান্তির ছলনে’ বলেছেন?

ক. নিশার স্বপনকে

খ. কলকল ধ্বনিকে

গ. স্বদেশচেতনাকে

ঘ. কপোতাক্ষ নদকে

সঠিক উত্তর : খ

১৩. ‘আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।’— উদ্দীপকটি ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. আবেগ খ. স্মৃতিকাতরতা

গ. দেশপ্রেম ঘ. অনুরাগ

সঠিক উত্তর : গ

১৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কপোতাক্ষ নদকে কীভাবে স্মরণ করেন?

ক. বন্ধুভাবে খ. বিরক্তি নিয়ে

গ. হতাশ হয়ে ঘ. আশাবাদী হয়ে

সঠিক উত্তর : ক

১৫. কবি প্রবাসজীবনে কাকে প্রেমভাবে স্মরণ করেছেন?

খ. বঙ্গভূমিকে খ. মা–বাবাকে

গ. বঙ্গবাসীকে ঘ. কপোতাক্ষকে

সঠিক উত্তর : ঘ

১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে কাকে ‘বারিরূপ কর’ দেয়?

ক. সাগর নদীকে খ. নদী সাগরকে

গ. প্রজা রাজাকে ঘ. খাল নদীকে

সঠিক উত্তর : খ

১৭. কপোতাক্ষ কাকে কর দেয়?

ক. সাগরদাঁড়িকে খ. রূপসাকে

গ. সাগরকে ঘ. মহানন্দাকে

সঠিক উত্তর : গ

১৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে?

ক. প্রবাসজীবনের তিক্ত অভিজ্ঞতা

খ. স্মৃতির আবরণে দেশপ্রেম

গ. কপোতাক্ষের প্রতি ভালোবাসা

ঘ. দেশের প্রতি মমত্ববোধ

সঠিক উত্তর : খ

১৯. ‘লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।’—এখানে ‘তব’ কে?

ক. কবি খ. কপোতাক্ষ নদ

গ. বাঙালি ঘ. সখী

সঠিক উত্তর : খ

২০. ‘ভ্রান্তির ছলনে’ শব্দের অর্থ কী?

ক. আশার ছলনায় খ. ভুলের ছলনায়

গ. ছলনা করা ঘ. একান্তে ছলনায়

সঠিক উত্তর : খ

২১. ‘চতুর্দশপদী’ কবিতার অষ্টকে কী থাকে?

ক. ভাবের প্রবর্তনা খ. ভাবের ব্যাখ্যা

গ. ভাবের পরিণতি   ঘ. ভাবের শেষ

সঠিক উত্তর : ক

২২. ‘বিরলে’ শব্দের অর্থ কী?

ক. একান্ত নিরিবিলিতে  খ. গভীর রাত্রিতে

গ. ভুলের ছলনাতে  ঘ. সুখের স্মৃতিতে

সঠিক উত্তর : ক

২৩. ‘বারিরূপ কর তুমি’ এখানে ‘কর’ অর্থ কী?

ক. হাত খ. অংশ

গ. রাজস্ব ঘ. ক্রিয়াপদ

সঠিক উত্তর : গ

২৪. ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’—এ চরণে কবির কোন অনুভূতি ফুটে উঠেছে?

ক. বিষণ্নতা খ. আক্ষেপ

গ. উদ্বিগ্নতা ঘ. অস্থিরতা

সঠিক উত্তর : গ

২৫. ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।’ এখানে ফুটে ওঠা ভাবটি কী?

ক. বিরহের ব্যাকুলতা

খ. সান্নিধ্যের আকুলতা

গ. বিচ্ছেদের প্রতিকূলতা

ঘ. ভালোবাসার আকুলতা

সঠিক উত্তর : খ

২৬. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত সালে?

ক. ১৮৭০ খ. ১৮৭১

গ. ১৮৭৩ ঘ. ১৮৭৪

সঠিক উত্তর : গ

২৭. কপোতাক্ষ নদের স্রোতে কিসের ধ্বনি অনুভূত হয়?

ক. বাঁশির খ. মায়ার

গ. গানের ঘ. ভাষার

সঠিক উত্তর : খ

২৮. ‘সতত’ শব্দের অর্থ কী?

ক. সর্বদা খ. সৎভাবে

গ. স্মরণীয় ঘ. মনে রাখা

সঠিক উত্তর : ক

২৯. সনেটে কয়টি চরণ থাকে?

ক. ৮টি  খ. ১০টি

গ. ১২টি ঘ. ১৪টি

সঠিক উত্তর : ঘ

৩০. মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন কোনটি?

ক. পদ্মাবতী

খ. কৃষ্ণকুমারী

গ. একেই কি বলে সভ্যতা

ঘ. মেঘনাদবধ কাব্য

সঠিক উত্তর : গ

৩১. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

ক. চতুর্দশপদী কবিতা খ. অমিত্রাক্ষর ছন্দ

গ. একেই কি বলে সভ্যতা ঘ. মেঘনাদবধ কাব্য

সঠিক উত্তর : ঘ

৩২. ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোন দেশে ছিলেন?

ক. ফ্রান্সে খ. ইংল্যান্ডে

গ. ইতালিতে ঘ. যুক্তরাষ্ট্রে

সঠিক উত্তর : ক

৩৩. মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. যশোর খ. খুলনা

গ. মাগুরা ঘ. কুষ্টিয়া

সঠিক উত্তর : ক

৩৪. ‘দুগ্ধ স্রোতারূপী’ কাকে বলা হয়েছে?

ক. বঙ্গদেশকে খ. কপোতাক্ষকে

গ. বঙ্গজনকে ঘ. সাগরদাঁড়িকে

সঠিক উত্তর : খ

৩৫. কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?

ক. নিশার স্বপন খ. মায়া-মন্ত্রধ্বনি

গ. স্নেহের তৃষ্ণা ঘ. কপোতাক্ষের কলকল

সঠিক উত্তর : ঘ

৩৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?

ক. তব কলকলে খ. কার জলে

গ. স্বপনে ঘ. ছলনে

সঠিক উত্তর : ক

৩৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?

ক. ভ্রান্ত আবেগ খ. নদীর প্রতি মমতা

গ. দেশপ্রেম ঘ. স্মৃতিকাতরতা

সঠিক উত্তর : ঘ

৩৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?

ক. কপোতাক্ষকে খ. সাগরদাঁড়িকে

গ. বাংলাদেশকে ঘ. বাঙালিদেরকে

সঠিক উত্তর : ক

৩৯. ‘আর কি হে হবে দেখা’— ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?

ক. কপোতাক্ষ নদ খ. জন্মভূমি

গ. আত্মীয়-পরিজন ঘ. বন্ধু-বান্ধব

সঠিক উত্তর : ক

৪০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাকে বারিরূপ কর দেয়?

ক. সাগর নদীকে খ. নদী সাগরকে

গ. প্রজা রাজাকে ঘ. খাল নদীকে

সঠিক উত্তর : গ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x