লোক লোকান্তর কবিতার প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি আল মাহমুদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. কবি আল মাহমুদ কোন প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন?
উত্তর : কবি আল মাহমুদ শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন।

প্রশ্ন-৩. ‘লোক-লোকান্তর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতাটি ‘লোক-লোকান্তর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

প্রশ্ন-৪. ‘লোকালয়’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘লোকালয়’ শব্দের অর্থ জনপদ।

প্রশ্ন-৫. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনারূপ পাখিটির রং কী?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনারূপ পাখিটির রং সাদা।

প্রশ্ন-৬. কবির চেতনার পাখিটির দুটি চোখের কোটরে কীসের রং?
উত্তর : কবির চেতনার পাখিটির দুটি চোখের কোটরে কাটা সুপারির রং।

প্রশ্ন-৭. কবি কোথায় চোখ রাখতে পারেন না?
উত্তর : কবি বন্য ঝোপের ওপরে চোখ রাখতে পারেন না।

প্রশ্ন-৮. সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব কী?
উত্তর : সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব হলো কবির চেতনা।

প্রশ্ন-৯. ‘লোক-লোকান্তর’ কবিতায় উল্লেখিত রংগুলো কী কী?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতায় উল্লেখিত রংগুলো হলো– সবুজ, লাল ও কাটা সুপারির রং।

প্রশ্ন-১০. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির সৃষ্টির প্রেরণা কী?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির সৃষ্টির প্রেরণা চিরায়ত গ্রামবাংলা।

প্রশ্ন-১১. কবি তাঁর চেতনা দ্বারা কোথায় প্রবেশ করেছেন?
উত্তর : কবি তাঁর চেতনা দ্বারা সবুজ অরণ্যে প্রবেশ করেছেন।

প্রশ্ন-১২. কবি তাঁর চেতনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : কবি তাঁর চেতনাকে সত্যিকার সাদা পাখির সঙ্গে তুলনা করেছেন।

প্রশ্ন-১৩. চেতনার পাখির তন্ত্রে মন্ত্রে কী ভরে আছে?
উত্তর : চেতনার পাখির তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল।

প্রশ্ন-১৪. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি শব্দ দিয়ে কী গড়ে তোলেন?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি শব্দ দিয়ে শব্দসৌধ গড়ে তোলেন।

প্রশ্ন-১৫. ‘লোক-লোকান্তর’ কবিতায় কীসের জয় হয়েছে?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবিতায় কবিতার জয় হয়েছে।

প্রশ্ন-১৬. ‘লোক-লোকান্তর’ কবিতাটি কী ধরনের কবিতা?
উত্তর : ‘লোক-লোকান্তর’ কবির আত্মপরিচয়মূলক কবিতা।

প্রশ্ন-১৭. ‘আগুনের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর : ‘আগুনের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা আল মাহমুদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *