পড়াশোনা

তৃতীয় অধ্যায় : পরিমাপ (গণিত), সপ্তম শ্রেণি

1 min read

প্রশ্ন-১। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি?
উত্তরঃ দশমাংশ।

প্রশ্ন-২। ১ কুইন্টাল = কত কেজি?
উত্তরঃ ১০০ কেজি।

প্রশ্ন-৩। ১ মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তরঃ ১০ কুইন্টাল।

প্রশ্ন-৪। ১ কিলোগ্রাম = কত হেক্টোগ্রাম?
উত্তরঃ ১০ হেক্টোগ্রাম।

প্রশ্ন-৫। ১ ঘন ইঞ্চি = কত মিলিমিটার (প্রায়)?
উত্তরঃ ১৬.৩৯ মিলিমিটার।

প্রশ্ন-৬। ক্ষেত্রফলের অপর নাম কি?
উত্তরঃ কালি।

প্রশ্ন-৭। কোনো ক্ষেত্রের পরিমাপকে তার কী বলা হয়?
উত্তরঃ ক্ষেত্রফল।

প্রশ্ন-৮। ১ মিটার = কত ইঞ্চি?
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।

প্রশ্ন-৯। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি?
উত্তরঃ একক।

প্রশ্ন-১০। দৈর্ঘ্য পরিমাপের জন্য কয়টি পদ্ধতি প্রচলিত?
উত্তরঃ ২টি।

প্রশ্ন-১১। ১ ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে ইংরেজিতে কী লেখা হয়?
উত্তরঃ সি.সি.

প্রশ্ন-১২। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে কী বলে?
উত্তরঃ ক্ষেত্র।

প্রশ্ন-১৩। কোনো তরল পদার্থ যতটা জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?
উত্তরঃ আয়তন।

প্রশ্ন-১৪। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়?
উত্তরঃ কুইন্টাল।

প্রশ্ন-১৫। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক কি?
উত্তরঃ গ্রাম।

প্রশ্ন-১৬। বাংলাদেশে কত সাল থেকে পরিমাপের জন্য “আন্তর্জাতিক আদর্শমান” শুরু হয়েছে?
উত্তরঃ ১৯৮২।

প্রশ্ন-১৭। ক্ষেত্রফলের একককে কীভাবে লেখা হয়?
উত্তরঃ বর্গএকক।

প্রশ্ন-১৮। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম?
উত্তরঃ ৪° সেলসিয়াস।

প্রশ্ন-১৯। বেশি পরিমাণ দ্রব্য ওজন করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ দাঁড়িপাল্লা।

প্রশ্ন-২০। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে চালু আছে কোনটি?
উত্তরঃ গজ।

প্রশ্ন-২১। দৈর্ঘ্য পরিমাপের একক মিটারের আসল নমুনাটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি?
উত্তরঃ প্লাটিনাম ও ইরিডিয়াম

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x