মাঠ ফসল কাকে বলে? মাঠ ফসলের বৈশিষ্ট্য কি কি?

যেসব ফসল বিস্তীর্ণ মাঠে বেড়াহীন অবস্থায় উৎপাদন করা হয় তাকে মাঠ ফসল (Field Crops) বলে। মাঠ ফসলকে কৃষি তাত্ত্বিক ফসলও বলে। যেমন– ধান, গম, ভুট্টা, আখ ইত্যাদি। দেশের মোট আবাদি জমির শতকরা প্রায় ৭০ ভাগ জমিতে মাঠ ফসলের চাষ হয়।

মাঠ ফসলের বৈশিষ্ট্য
নিচে মাঠ ফসলের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো–

  •  মাঠের সমস্ত ফসলকে একসাথে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া যায়।
  •  অন্যান্য ফসলের তুলনায় কম যত্নের প্রয়োজন হয়।
  •  সাধারণত বড় জমিতে একত্রে ব্যাপকভাবে চাষ করা হয়।
  •  মাঠ ফসলের জমিতে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না।
  •  সমস্ত মাঠের ফসল একসাথে কর্তন বা সংগ্রহ করা হয়।
  •  মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়।
  •  একবর্ষজীবী ফসল।
  •  নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়।
  •  উৎপাদিত ফসল সংরক্ষণ করা যায়।
  •  ফসল সংগ্রহ করার পর সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়।
  •  উৎপাদন ব্যয় কম।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মাঠ ফসল কাকে বলে? মাঠ ফসলের বৈশিষ্ট্য কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts