ই-লার্নিং (E-learning) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১. ই-লার্নিং কথাটির পূর্ণরূপ হলো– ইলেকট্রন লার্নিং।
২. ই-লার্নিং সনাতন শিক্ষা পদ্ধতির– পরিপূরক।
৩. ই-লার্নিং পদ্ধতির অন্যতম হাতিয়ার হলো– মাল্টিমিডিয়া।
৪. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে আছে– অনলাইন কোর্স।
৫. বাংলাদেশের প্রযুক্তিবিদেরা বাংলায় ই-লার্নিং এর জন্য তৈরি করেছেন– ওয়েবসাইট সাইট।
৬. ই-লার্নিং এর নাম হলো– Distance Learning.
৭. ই-লার্নিং পদ্ধতিটি– Interactive.
৮. আমাদের স্কুলগুলোতে হাতে-কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট সুযোগ– অপ্রতুল।
৯. ই-লার্নিং পদ্ধতিটি অনেকটা– যান্ত্রিক।
১০. ই-লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের হতে হবে– উদ্যোগী।

ই-লার্নিং প্রশ্ন ও উত্তর

বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি?
উত্তর : তথ্য-সংরক্ষণ।

ঘরে বসে কার সাহায্যে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়?
উত্তর : ইন্টারনেট।

পাঠদান করার জন্যে সিডি রম, ইন্টারনেট, ব্যাক্তিগত নেটওয়ার্ক কিংবা টিভি চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে কী বলে?
উত্তর : ই-লার্নিং।

শ্রেণিকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়?
উত্তর : শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে।

সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয় কোনটি?
উত্তর : ই-লার্নিং।

ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর : ইন্টারনেট।

টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর : ই-লার্নিং।

CD এর পূর্ণ নাম কী?
উত্তর : Compact Disc

সিডিরম ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলে?
উত্তর : ই-লার্নিং।

ইলেকট্রন লার্নিং এর সংক্ষিপ্তরূপ কী?
উত্তর : ই-লার্নিং।

ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর : যান্ত্রিক।

ই-লার্নিংকে সফল করতে কাকে বেশি উদ্যোগী হতে হয়?
উত্তর : শিক্ষার্থী।

ই-লার্নিং এর উপাদান কি কি?
উত্তর : ইন্টারনেট, সিডিরম, টেলিভিশন চ্যানেলে, ব্যাক্তিগত নেটওয়ার্ক ইত্যাদি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *