পড়াশোনা

ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১। ভর কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমানকে ভর বলে।

প্রশ্ন-২। ওজন কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষন করে তাকে বস্তুর ওজন বলে। বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ। ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক নিউটন (N)।

প্রশ্ন-৩। পৃথিবী থেকে অসীম দূরত্বে কোন বস্তুর ওজন কত?

উত্তরঃ শূন্য।

প্রশ্ন-৫। পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম হবে?

উত্তরঃ কেন্দ্রে।

প্রশ্ন-৬। ভরের একক কী?

উত্তরঃ ভরের একক কিলোগ্রাম বা কেজি (kg)।

প্রশ্ন-৭। পৃথিবীর ভর কত?

উত্তরঃ পৃথিবীর ভর হলো ৫.৫৮৩ × ১০২৪ kg।

প্রশ্ন-৮। ওজনের একক কী?

উত্তরঃ ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন।

প্রশ্ন-৯। বস্তুর ওজন কীসের ওপর নির্ভর করে?

উত্তরঃ বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ বা ‘g’ এর মানের ওপর নির্ভর করে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x