মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। মেমোরি কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার।
প্রশ্ন-২। RAM এর পর্ণরূপ কি?
উত্তরঃ RAM এর পর্ণরূপ- Random Access Memory।
প্রশ্ন-৩। ROM এর পর্ণরূপ কি?
উত্তরঃ ROM এর পর্ণরূপ- Read Only Memory।
প্রশ্ন-৪। ৮ বিট সমান কত বাইট?
উত্তরঃ ১ বাইট।
প্রশ্ন-৫। মেমোরির গতির একক কি?
উত্তরঃ Hz।
প্রশ্ন-৬। RAM কোন ধরনের মেমোরি?
উত্তরঃ অস্থায়ী।
প্রশ্ন-৭। Hard-Disk কী?
উত্তরঃ সহায়ক স্মৃতি।
প্রশ্ন-৮। CD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CD এর পূর্ণরূপ- Compact Disc.
প্রশ্ন-৯। CD তে কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয়?
উত্তরঃ লেজার রশ্মি।
প্রশ্ন-১০। হার্ডডিস্ক কত ধরনের হয়?
উত্তরঃ ২ ধরনের।
প্রশ্ন-১১। পেনড্রাইভের অপর নাম কি?
উত্তরঃ ফ্লাশ ড্রাইভ।
প্রশ্ন-১২। বর্তমানে কত ধরনের ক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক পাওয়া যায়?
উত্তরঃ ৫০০ গিগাবাইট থেকে ৪ টেরাবাইট।
প্রশ্ন-১৩। হার্ডডিস্কের চাকতিগুলোকে কী বলে?
উত্তরঃ প্লটার।
প্রশ্ন-১৪। ১ টেরাবাইটে কত বাইট?
উত্তরঃ (১০২৪ × ১০২৪ × ১০২৪ × ১০২৪) বাইট।
প্রশ্ন-১৫। বিভিন্ন নির্দেশনা জমা থাকে কোনটিতে?
উত্তরঃ মেমোরিতে।
প্রশ্ন-১৬। গান বা যে কোনো ধরনের শব্দ কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
উত্তরঃ মাইক্রোফোন।
প্রশ্ন-১৭। র্যামে কখন তথ্য শূন্য হয়?
উত্তরঃ কম্পিউটার বন্ধ করলে।
প্রশ্ন-১৮। সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো কোথায় জমা হয়?
উত্তরঃ র্যামে।
প্রশ্ন-১৯। র্যামে তথ্য জমা থাকা-না থাকা কিসের ওপর নির্ভর করে?
উত্তরঃ বিদ্যুৎ।
প্রশ্ন-২০। প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে কোনটি?
উত্তরঃ প্রসেসর।
প্রশ্ন-২১। 1024 Byte = কত kB?
উত্তরঃ 1 kB।
প্রশ্ন-২২। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশবালি সংরক্ষিত থাকে?
উত্তরঃ রমে।
প্রশ্ন-২৩। প্রধান মেমোরির ক্ষমতা কয়ভাবে প্রকাশ করা যায়?
উত্তরঃ ২।
প্রশ্ন-২৪। তথ্যের ধারক কোনটি?
উত্তরঃ মেমোরি।
প্রশ্ন-২৫। কম্পিউটারের সিস্টেম ইউনিটে RAM ও ROM কোথায় সংযুক্ত থাকে?
উত্তরঃ মাদারবোর্ডে।