Modal Ad Example
পড়াশোনা

সপ্তম অধ্যায় : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন, নবম-দশম শ্রেণির প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
উত্তরঃ ৫০ টি।

প্রশ্ন-২। রাজনৈতিক দলের প্রধান কাজ কি?
উত্তরঃ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা।

প্রশ্ন-৩। নির্বাচন কি?
উত্তরঃ নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি।

প্রশ্ন-৪। নির্বাচন কত প্রকার?
উত্তরঃ নির্বাচন দুই প্রকার।

প্রশ্ন-৫। বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ আওয়ামী লীগ।

প্রশ্ন-৬। সংঘবদ্ধ জনসমষ্টি কীসের বৈশিষ্ট্য?
উত্তরঃ সংঘবদ্ধ জনসমষ্টি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য।

প্রশ্ন-৭। কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য?
উত্তরঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য।

প্রশ্ন-৮। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
উত্তরঃ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা।

প্রশ্ন-৯। গণতান্ত্রিক সরকার কাকে বলে?
উত্তরঃ জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারকে গণতান্ত্রিক সরকার বলে।

প্রশ্ন-১০। প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?
উত্তরঃ যে নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে।

পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তরঃ পরোক্ষ গণতন্ত্র বলতে সাধারণত নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকেই বোঝায়। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়নসহ শাসনকার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে।

ইলেক্ট্রোরাল কলেজ বলতে কী বোঝায়?
উত্তরঃ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে একটি মধ্যবর্তী নির্বাচনি সংস্থা তৈরি করে, যা ইলেক্টোরাল কলেজ বা নির্বাচকমণ্ডলী নামে পরিচিত। আর সেই নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে। যেমন- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন।

‘এক ব্যক্তি এক ভোট’ বলতে কী বোঝায়?
উত্তরঃ যে পদ্ধতিতে একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি মাত্র ভোট দিতে পারেন তাকে এক ব্যক্তি এক ভোট বলে। এক ব্যক্তি এক ভোট বর্তমানে সর্বত্র গৃহীত নীতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচনে নির্বাচিত হবেন।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x