Modal Ad Example
পড়াশোনা

ডেটা বাস কি? ডেটা বাস এর বৈশিষ্ট্য কি? What is a Data bus Bangla?

1 min read

ডেটা বাস হচ্ছে তথ্য আদান-প্রদান মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে ডেটা কম্পিউটারের ইনপুট/আউটপুট ডিভাইস থেকে সিপিইউ এবং সিপিইউ থেকে মেমোরি বা মেমোরি থেকে সিপিইউ এ স্থানান্তর করে। ডেটা বাসের মাধ্যমের ডেটা উভয় দিকেই যাতায়াত করতে পারে। এজন্য একে Bidirectional বাস বলে। ডাটা বাস ৮, ১৬, ৩২ ও ৬৪ বিট এর হতে পারে।

বৈশিষ্ট্য :
১. ডেটা বাস হচ্ছে ইনপুট/আউটপুটের সার্কিট থেকে বের হয়ে আসা একগুচ্ছ তার।
২. ডেটা বাস ৮, ১৬, ৩২ বা ৬৪ বিটের হয়।
৩. ডেটা বাসের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা যায়

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x