জীববিজ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব-২৫)
প্রশ্ন-১। চর্বি জাতীয় খাবার কি কি?
উত্তরঃ চর্বি জাতীয় খাবার হচ্ছে স্নেহ জাতীয় খাবার। এর মধ্যে রয়েছে তেল, ঘি, মাখন, দই, পনির, ক্ষীর, গরুর দুধ, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস, ভাজা বাদাম, নোনতা বিস্কুট, মিষ্টি বিস্কুট, অ্যালকোহল যুক্ত পানীয়। এছাড়া কাঁঠালে সামান্য পরিমাণ চর্বি রয়েছে।
প্রশ্ন-২। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো–
i. এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে।
ii. ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে।
iii. নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।
iv. বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে।
প্রশ্ন-৩। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এখানেই শোষণের সকল কাজ সম্পন্ন হয়। আর এ শ্বসনের মাধ্যমে জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইট্রোকন্ডিয়া। তাই একে কোষের শক্তিঘর বলা হয়।
প্রশ্ন-৪। টেলোসেন্ট্রিক ক্রোমোসোম কাকে বলে?
উত্তরঃ যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ দশায় একে ইংরেজি ‘I’ অক্ষরের মতো দেখায়।
প্রশ্ন-৫। ক্ষরণকারী টিস্যু কত প্রকার ও কী কী?
উত্তরঃ ক্ষরণকারী টিস্যু দুই প্রকার- ক) তরুক্ষীর টিস্যু ও খ) গ্রন্থি টিস্যু।
প্রশ্ন-৬। খাদ্যচক্র কাকে বলে?
উত্তরঃ একটি বসতির জীব সম্প্রদায় যখন উৎপাদক থেকে শুরু করে ক্রমপর্যায়িক ভক্ষণ ও ভক্ষিতের মাধ্যমে খাদ্যশক্তি স্থানান্তরে অংশ নেয় তখন সেই শক্তি প্রবাহের একমুখী ক্রমিক পর্যায়কে একত্রে খাদ্যচক্র বলে।
প্রশ্ন-৭। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নিম্নরূপ–
- সাধারণত আকর্ষনীয় ও অনুজ্জল বর্ণের হয়।
- মিষ্টিগন্ধ ও মধু থাকে না।
- পরাগরেণু খুব হালকা ও সংখ্যায় অনেক বেশি হয়।
- গর্ভমুন্ড পক্ষল বৃহৎ ও আঠালো হয় যাতে বাতাসে ভেসে আসা পরাগরেণু সহজেই আটকে যায়।
প্রশ্ন-৮। বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও।
উত্তরঃ বায়ুপরাগী ফুলের উদাহরণ ধান, গম, ভুট্টা, তাল ইত্যাদি।
প্রশ্ন-৯। কোন কোন উদ্ভিদে স্বপরাগায়ন হয়?
উত্তরঃ অল্প সংখ্যক উদ্ভিদে স্বপরাগায়ন হয়। যেমন: শিম, টমেটো, কানশিরা।
প্রশ্ন-১০। অনুজীবের মাধ্যমে কোন কোন জীবের প্রজনন হয়?
উত্তরঃ অনুজীবের মাধ্যমে শৈবাল, ছত্রাক, মস, ফার্ণের প্রজনন হয়।
প্রশ্ন-১১। অযৌন প্রজনন কত প্রকার ও কি কি?
উত্তরঃ অযৌন প্রজনন -দুই প্রকার। যথা: ক. অনুজীবের মাধ্যমে এবং খ.দেহ অঙ্গের মাধ্যমে।
প্রশ্ন-১২। অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
উত্তরঃ অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে আমিষ।
প্রশ্ন-১৩। হুইটেকার এর শ্রেণিবিন্যাসের পরিবর্তিত রূপ দেন কে?
উত্তরঃ হুইটেকার এর শ্রেণিবিন্যাসের পরিবর্তিত রূপ দেন মারগুলিস।
প্রশ্ন-১৪। হুইটেকার জীবজগতকে কতটি কিংডমে ভাগ করেন?
উত্তরঃ হুইটেকার জীবজগতকে 5টি কিংডমে ভাগ করেন।
প্রশ্ন-১৫। শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে?
উত্তরঃ শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন-১৬। বায়োলজি শব্দটি কোন ভাষা হতে আগত?
উত্তরঃ বায়োলজি শব্দটি গ্রিক ভাষা হতে আগত।
প্রশ্ন-১৭। Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ Biology শব্দটি যে দুটি শব্দের সমন্বয়ে গঠিত- Bios ও Logos।
প্রশ্ন-১৮। স্কেলেটাল কানেকটিভ টিস্যু কত প্রকার?
উত্তরঃ স্কেলেটাল কানেকটিভ টিস্যু দুই প্রকার।
প্রশ্ন-১৯। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভত হয় যে কলা তাকে কী বলে?
উত্তরঃ ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভত হয় যে কলা তাকে পেশী কলা বলে।
প্রশ্ন-২০। একটি পরিণত নিউরনের কতটি অংশ?
উত্তরঃ একটি পরিণত নিউরনের তিনটি অংশ।