পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৬)

1 min read

প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কারা ব্যবহার করে?
উত্তরঃ একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকে।

প্রশ্ন-২। MS-DOS শব্দটির পূর্ণরূপ কি?
উত্তরঃ MS-DOS শব্দটির পূর্ণরূপ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম (Microsoft Disk Operating system)

প্রশ্ন-৩। ফিল্ড কাকে বলে?
উত্তরঃ ডেটাবেজে তথ্যের শিরোনামগুলোর প্রত্যেকটিকে একেকটি ফিল্ড বলে।

প্রশ্ন-৪। wifi কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ IEEE 802.11

প্রশ্ন-৫। বর্তমানে যে প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম কি?
উত্তরঃ ভয়েস ওভার আইপি।

প্রশ্ন-৬। কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে?
উত্তরঃ Debugging

প্রশ্ন-৭। ব্লুটুথ কার নামানুসারে নামকরণ করা হয়?
উত্তরঃ ডেনমার্কের রাজা।

প্রশ্ন-৮। LAN-এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
উত্তরঃ ৩০ মিটার।

প্রশ্ন-৯। CSS এর জনক কে?
উত্তরঃ CSS এর জনক হলেন Hakon Wium Lie.

প্রশ্ন-১০। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
উত্তরঃ বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হলেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান।

প্রশ্ন-১১। জিগবি কি?
উত্তরঃ জিগবি হলো উচ্চস্তরের যোগাযোগ প্রটোকলগুলোর জন্য IEEE ৮০২.১৫.৫ ভিত্তিক আদর্শমানের একটি প্রযুক্তি যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাসগুলোর মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

প্রশ্ন-১২। ডিজিটাল কনটেন্ট কী?
উত্তরঃ কোনো তথ্য আধেয় বা কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তাহলে তাকে ডিজিটাল কনটেন্ট বলে।

প্রশ্ন-১৩। ভিডিও স্ট্রিমিং কী?
উত্তরঃ ইন্টারনেটে কোনো ঘটনার সরাসরি ভিডিও প্রচারণাকে ভিডিও স্ট্রিমিং বলা হয়।

প্রশ্ন-১৪। COD কি?
উত্তরঃ COD হলো ই-কমার্স ব্যবস্থায় বিল পরিশোধের একটি পদ্ধতি।

প্রশ্ন-১৫। COD এর পূর্ণরূপ কী?
উত্তরঃ COD এর পূর্ণরূপ হলো Cash On Delivery.

প্রশ্ন-১৬। বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে?
উত্তরঃ বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয়ে থাকে তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে।

প্রশ্ন-১৭। কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয়?
উত্তরঃ কপিরাইট আইন সর্বপ্রথম প্রণয়ন করা হয় যুক্তরাজ্যে।

প্রশ্ন-১৮। কপিরাইট আইন সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয়?
উত্তরঃ কপিরাইট আইন সর্বপ্রথম প্রণয়ন করা হয় ১৬৬২ সালে।

প্রশ্ন-১৯। IAD-নামটি কাদের জন্য ব্যবহার করতে হয়?
উত্তরঃ যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য IAD (Internet Addition Disorder) নামটি ব্যবহার করা হয়।

প্রশ্ন-২০। ভিভিও শেয়ারিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি?
উত্তরঃ www.youtube.com

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x