পড়াশোনা

চোখ সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১. রেটিনা কী?
উত্তর : অক্ষিগোলকের পেছনে অবস্থিত ঈষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দা হলো রেটিনা।

প্রশ্ন-২. ভিট্রিয়াস হিউমার কী?
উত্তর : লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে যে জেলি জাতীয় পদার্থ থাকে তাকে ভিট্রিয়াস হিউমার বলে।

প্রশ্ন-৩. মানবচক্ষুর কার্যপ্রণালি কেমন?
উত্তর : মানবচক্ষুর কার্যপ্রণালি আলোক চিত্রগ্রাহী ক্যামেরার মতো।

প্রশ্ন-৪. চোখের কোন অংশ মস্তিষ্কের অনুভূতি জাগায়?
উত্তর : অক্ষিপট বা রেটিনা।

প্রশ্ন-৫. আইরিশ কি?
উত্তর : কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা হলো আইরিশ।

প্রশ্ন-৬. অক্ষিগোলক কাকে বলে?
উত্তর : চোখের কোটরে অবস্থিত গোলাকার অংশকে অক্ষিগোলক বলে।

প্রশ্ন-৭. কর্নিয়া কাকে বলে?
উত্তর : চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে।

প্রশ্ন-৮. পিতবিন্দু বা ইয়োলো স্পট কাকে বলে?
উত্তর : মানব চোখের তারা রন্ধ্রের বিপরীত দিকে রেটিনার ওপর অবস্থিত স্থান যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, সেই স্থানকে পিতবিন্দু বা ইয়োলো স্পট বলে।
5/5 - (18 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x