দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. হেনরি ফোর্ড কোন দেশের উদ্যোক্তা?

ক. নেদারল্যান্ডস খ. ভারত

গ. কঙ্গো ঘ. আমেরিকা

সঠিক উত্তর : ঘ

২. ইলেকট্রনিক কোম্পানি ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?

ক. চীন খ. জাপান

গ. মালয়েশিয়া ঘ. ভুটান

সঠিক উত্তর : খ

৩. ব্যবসায় উদ্যোগের অন্যতম ফলাফল হলো—

i. পণ্য

ii. সেবা

iii. ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

সঠিক উত্তর : খ

৫. সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. শখ খ. শিল্প

গ. ব্যবসায় ঘ. উদ্যোগ

সঠিক উত্তর : ঘ

৬. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?

ক. ব্যবসায় প্রতিষ্ঠান খ. ব্যবসায়িক ধারণা

গ. সম্পদ সর্বাধিকরণ ঘ. সম্পদ হ্রাসকরণ

সঠিক উত্তর : ক

৭. উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি?

ক. ত্যাগী মনোভাব খ. স্বাধীনতা

গ. নেতৃত্ব ঘ. আকর্ষণীয় ব্যক্তিত্ব

সঠিক উত্তর : ক

৮. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?

ক. চাকরি খ. সমাজসেবা

গ. মানবসম্পদ ঘ. সরকারি সম্পদ

সঠিক উত্তর : গ

৯. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে —

i. ব্যবসায় উদ্যোগ

ii. উদ্যোক্তা

iii. শ্রমিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১০. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?

ক. প্রাথমিক মূলধন

খ. সঠিক পণ্য নির্বাচন

গ. পণ্যের চাহিদা নির্ধারণ

ঘ. সঠিক কর্মী নির্বাচন

সঠিক উত্তর : খ

১১. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অপরটির সঙ্গে কেমনভাবে জড়িত?

ক. নিবিড়ভাবে খ. অঙ্গাঙ্গিভাবে

গ. ওতপ্রোতভাবে ঘ. ঘনিষ্ঠভাবে

সঠিক উত্তর : খ

১২. সফল উদ্যোক্তা কোন বিষয়ের প্রতি গভীর জ্ঞান রাখেন?

ক. ব্যবস্থাপনা খ. পরিকল্পনা

গ. নিয়ন্ত্রণ ঘ. মুনাফাসংক্রান্ত

সঠিক উত্তর : খ

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

শামীম স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মত্স্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ও তাঁর বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মত্স্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু বন্ধু ঝুঁকির কথা বলে তাঁদের নিরুত্সাহিত করার চেষ্টা করেন। এতে তাঁরা মোটেও থেমে যাননি।

১৩. শামীমের মত্স্য চাষ শুরু করার কাজকে কী বলা যায়?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. ব্যবসায় ঘ. শখ

সঠিক উত্তর : খ

১৪. বন্ধুদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় শামীমের মধ্যে উদ্যোক্তার কোন গুণ প্রকাশ পেয়েছে?

ক. ধৈর্যশীলতা

খ. সাহসিকতা

গ. উদারতা

ঘ. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা

সঠিক উত্তর : খ

১৫. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?

ক. অনিশ্চিত ঝুঁকি খ. নিশ্চিত সাফল্য

গ. ভবিষ্যৎ সম্ভাবনাঘ. ঋণসুবিধা

সঠিক উত্তর : ক

১৬. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?

ক. শ্রমিকদের খ. উদ্যোক্তাদের

গ. সরকারেরঘ. জমিদারদের

সঠিক উত্তর : খ

১৭. যিনি উদ্যোগ গ্রহণ করেন তাঁকে কী বলা হয়?

ক. ব্যবসায়ী খ. উদ্যোক্তা

গ. বিত্তবানঘ. ব্যাংকার

সঠিক উত্তর : খ

১৮. সফল উদ্যোক্তা কোনটিতে পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান?

ক. চ্যালেঞ্জমূলক কাজে খ. কাজের সাফল্যে

গ. লাভবান হলেঘ. বিশেষ কাজে

সঠিক উত্তর : খ

১৯. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Entrepreneur   খ. Extrepreneur

গ. Extrepreneurship ঘ. Business Entrepreneur

সঠিক উত্তর : ক

২০. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্যোক্তা কী করেন?

ক. পরিকল্পনা খ. সুযোগের সদ্ব্যবহার

গ. প্রশিক্ষণ গ্রহণঘ. শিক্ষা গ্রহণ

সঠিক উত্তর : ক

২১. কিসের অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উত্পাদন পূর্ণমাত্রায় হচ্ছে না?

ক. স্থায়ী পুঁজি খ. চলতি পুঁজি

গ. নিজস্ব তহবিল ঘ. ব্যবসায়িক ঋণ

সঠিক উত্তর : খ

২২. বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত কী ধরনের সুবিধা?

ক. অবকাঠামোগত

খ. সরকারি পৃষ্ঠপোষকতা

গ. আর্থসামাজিক

ঘ. আইনশৃঙ্খলা

সঠিক উত্তর : ক

২৩. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. আত্মকর্মসংস্থান ঘ. শিল্প

সঠিক উত্তর : খ

২৪. কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?

ক. আকর্ষণীয় ব্যক্তিত্ব

খ. বংশ ও পারিবারিক মর্যাদা

গ. ঝুঁকি গ্রহণের মনোভাব

ঘ. অভিজ্ঞতা ও মূলধনের ব্যবহার

সঠিক উত্তর : ক

২৫. যে ব্যবসায়ে ঝুঁকি বেশি, তাতে কী বিদ্যমান?

ক. মুনাফা কম খ. মুনাফা বেশি

গ. সহজে গঠন ঘ . ব্যয় বেশি

সঠিক উত্তর : খ

২৬. প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?

ক. ঝুঁকি খ. ক্ষতি

গ. সম্ভাবনা ঘ. অনিশ্চয়তা

সঠিক উত্তর : ক

২৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ব্যাপারে নিরুত্সাহিত হতে দেখা যায়?

ক. প্রতিকূল প্রাকৃতিক উপাদান

খ. স্বল্প শ্রমের জোগান

গ. প্রতিকূল রাজনৈতিক উপাদান

ঘ. প্রতিকূল আইনগত উপাদান

সঠিক উত্তর : গ

২৮. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতের উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

সঠিক উত্তর : খ

২৯. উদ্যোক্তা কোনটি সৃষ্টি করেন?

ক. ব্যবসায়ের স্থায়িত্ব

খ. মুনাফা বৃদ্ধির উপায়

গ. কর্মসংস্থান

ঘ. শিল্পের কাঁচামাল

সঠিক উত্তর : গ

৩০. ব্যবসায় উদ্যোগের উন্নয়নে কোনটি অন্যতম বাধা?

ক. সুপরিকল্পনা

খ. প্রচলিত শিক্ষাব্যবস্থা

গ. চাকরির প্রতি আগ্রহ

ঘ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা

সঠিক উত্তর : গ

৩১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?

ক. যে কাজে ঝুঁকি ও সাফল্য সমান

খ. স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ

গ. ঝুঁকিমুক্ত নিশ্চিত সাফল্যের কাজ

ঘ. ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত

সঠিক উত্তর : ঘ

৩২. কর মওকুফ কোন ধরনের সুবিধা?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. বেসরকারি ঘ. সরকারি

সঠিক উত্তর : ঘ

৩৩. সফল উদ্যোক্তা কিসের মাধ্যমে সিদ্ধান্ত নেন?

ক. মোকাবিলার সাহায্যে

খ. চ্যালেঞ্জের মাধ্যমে

গ. বিচার–বিশ্লেষণের মাধ্যমে

ঘ. একাগ্রতার সাহায্যে

সঠিক উত্তর : গ

৩৪. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?

ক. সুষ্ঠু পরিকল্পনার

খ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততার

গ. চাকরির প্রতি আগ্রহ

ঘ. পৃথক কারিগরি শিক্ষার

সঠিক উত্তর : ক

৩৫. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনার কাজটি —

i. চ্যালেঞ্জমূলক

ii. অর্থনৈতিক

iii. ঝুঁকিপূর্ণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৬. উন্নত দেশে ব্যবসায়ে অগ্রগতির প্রধান কারণ হলো—

i. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুকূল পরিবেশ

ii. অধিক কর্মসংস্থান

iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩৭. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ—

i. পর্যাপ্ত পুঁজি

ii. প্রশিক্ষণের সুযোগ

iii. অধিক মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩৮. উদ্যোক্তার সফলতার জন্য গুরুত্বপূর্ণ—

i. মুনাফার প্রতি আকর্ষণ

ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা

iii. আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৩৯. ব্যবসায়ে ব্যর্থ হলে করণীয়—

i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ

ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগে কাজ শুরু করা

iii. প্রকল্প পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪০. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন—

i. জ্ঞান

ii. দক্ষতা

iii. প্রশিক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪১. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন—

i. কাঁচামালের সহজলভ্যতার দিকে

ii. বাজারজাতকরণের সুবিধার দিকে

iii. অবকাঠামোগত সুবিধার দিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

সাবরিনা হস্তশিল্পের ব্যাপারে খুব আগ্রহী। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি কুটিরশিল্প শুরু করলেন।

৪২. সাবরিনার এ কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. ঝুঁকি খ. শিল্প

গ. উদ্যোগ ঘ. বিনিয়োগ

সঠিক উত্তর : গ

৪৩. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন —

i. পরিশ্রম

ii. ইচ্ছা

iii. কর্মপ্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

পাপ্পু সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি অধ্যবসায়ের মাধ্যমেই একজন সার্থক ব্যবসায়ী উদ্যোক্তা ও অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। কোনো কাজেই তিনি হতাশ হতেন না।

৪৪. হতাশ না হওয়ার মধ্যে পাপ্পুর কোন গুণ প্রকাশ পেয়েছে?

ক. আত্মবিশ্বাস খ. স্বাধীনতা

গ. নিষ্ঠা ঘ. সৃজনশীলতা

সঠিক উত্তর : ক

৪৫. পাপ্পুর সফল হওয়ার কারণ —

i. ব্যবসায়ের প্রতি একাগ্রতা

ii. কঠোর পরিশ্রম

iii. আন্তরিকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৬. গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফোর্ড’ কোন দেশে অবস্থিত?

ক. জাপান খ. আমেরিকা

গ. যুক্তরাজ্য ঘ. ফ্রান্স

সঠিক উত্তর : খ

৪৭. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?

ক. সেবা প্রদান খ. জনকল্যাণ

গ. মুনাফা অর্জন ঘ. কর্মসংস্থান

সঠিক উত্তর : গ

৪৮. ব্যবসায় উদ্যোক্তার ক্ষেত্রে সঠিক উক্তি —

i. উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা

ii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়

iii. যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪৯. সফল উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন কীভাবে?

ক. বোর্ড মিটিংয়ের মাধ্যমে

খ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে

গ. সময়ক্ষেপণের মাধ্যমে

ঘ. পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে

সঠিক উত্তর : খ

৫০. উদ্যোক্তার বিশেষ গুণ হিসেবে বিবেচিত হয়—

i. পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা

ii. নেতৃত্বদানের যোগ্যতা

iii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫১. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী হিসেবে পরিচিত?

ক. বড় বৈশিষ্ট্য খ. প্রধান বৈশিষ্ট্য

গ. বিশেষ গুণ  ঘ. সাধারণ গুণ

সঠিক উত্তর : ক

৫২. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা হয়?

ক. মুনাফা খ. ক্ষতি

গ. ঝুঁকি ঘ. অনিশ্চয়তা

সঠিক উত্তর : গ

৫৩. উদ্যোক্তা কোন ধরনের কাজ করে বিশেষ আনন্দ পান?

ক. লাভজনক  খ. কম পরিশ্রমের

গ. চ্যালেঞ্জমূলক ঘ. প্রতিযোগিতামূলক

সঠিক উত্তর : গ

৫৪. প্রকৃত উদ্যোক্তারা —

i. নিজের ভুল স্বীকার করেন

ii. কখনো ভুল করেন না

iii. ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫৫. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কী?

ক. অনুকূল ব্যবসায় পরিবেশ  খ. উন্নত যোগাযোগ

গ. অবকাঠামোগত উন্নয়ন  ঘ. উন্নত শিক্ষা

সঠিক উত্তর : ক

৫৬. কোনটির মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?

ক. অনুকূল পরিবেশ  খ. অবকাঠামোগত উন্নয়ন

গ. সরকারি পৃষ্ঠপোষকতা  ঘ. জনসচেতনতা

সঠিক উত্তর : গ

৫৭. কোনটি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে?

ক. শিক্ষায় অনগ্রসরতা

খ. অনুন্নত যোগাযোগ কাঠামো

গ. দক্ষ উদ্যোক্তা শ্রেণির অনুপস্থিতি

ঘ. অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি

সঠিক উত্তর : ঘ

৫৮. ব্যবসায় উদ্যোগের সঙ্গে সর্বদা কোনটির সম্পর্ক বিদ্যমান?

ক. লাভ খ. ক্ষতি

গ. ঝুঁকি ঘ. সাফল্য

সঠিক উত্তর : গ

৫৯. কোন ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি?

ক. যেখানে মূলধন বেশি

খ. যার উদ্যোক্তা বেশি দক্ষ

গ. যেখানে ঝুঁকির পরিমাণ বেশি

ঘ. যেখানে ঝুঁকি কম

সঠিক উত্তর : গ

৬০. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি —

ক. আনন্দদায়ক কাজ  খ. ঝুঁকিপূর্ণ কাজ

গ. লাভজনক কাজ ঘ. সম্মানজনক কাজ

সঠিক উত্তর : খ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *