প্রোস্টেট ক্যান্সার কি? প্রোস্টেট ক্যান্সার এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা। What is Prostate Cancer?
প্রোস্টেট ক্যান্সার কি? What Is Prostate Cancer?
প্রোস্টেট ক্যান্সার সাধারণত পুরুষদের হয়ে থাকে। প্রোস্টেট গ্রন্থির ম্যালিগন্যান্ট পরিবর্তনের ফলাফল হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এটি মানুষের বয়সের সাথে সম্পর্কযুক্ত বিধায় ৫০ বছর বয়সের আগে সাধারণত এ রোগ হয় না। তাই পশ্চিমা দেশগুলোতে, যেখানে মানুষের গড় আয়ু অনেক বেশি, সেসব দেশে এ ক্যান্সারের আধিক্য দেখা যায়। প্রোস্টেটে টিউমার গঠনের মাধ্যমে এ রোগের শুরু হয়।
রোগের কারণ : প্রোস্টেট ক্যান্সারের প্রকৃত কারণ আজও জানা যায়নি। তবে কিছু কিছু উপাদান, যেমন – বংশে কারো এ রোগ থাকা, অধিক চর্বিযুক্ত খাবার খাওয়া, পশ্চিমা ধাঁচের জীবন যাপন করা প্রভৃতি এ রোগ সৃষ্টির সহায়ক বলে বিবেচিত হয়ে থাকে।
রোগের লক্ষণ : প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক অবস্থায় কোনো প্রকার লক্ষণ নাও দেখা যেতে পারে। কিন্তু ক্যান্সারের বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু লক্ষণ দেখা যায়। যেমন :
ক. ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতের বেলায়, কিন্তু প্রস্রাবের চাপ হ্রাস পায়;
খ. কখনো কখনো প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হওয়া;
গ. মাঝে মাঝে মূত্র ও সিমেন্সের সাথে রক্ত যাওয়া।
প্রোস্টেট ক্যান্সারের ৪ টি পর্যায় দেখা যায়।
চিকিৎসা : অন্যান্য ক্যান্সারের মত এ ক্যান্সারেও রয়েছে সার্জারি, রেডিওথেরাপি ও কেমোথেরাপি চিকিৎসা পদ্ধতি। তবে যেহেতু এটি ৫০ বছরের বেশি বয়স্ক পুরুষদের হয় সেক্ষেত্রে শরীরে সহনীয় চিকিৎসা পদ্ধতিই প্রয়োগ করা হয়ে থাকে।