এইচএসসি (HSC) অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আদমশুমারি কত বছর পরপর পরিচালিত হয়?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ১০ বছর ঘ. ১৩ বছর
সঠিক উত্তর : গ
২. ম্যালথাসের মতে কত বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়?
ক. ১০ বছর খ. ১৫ বছর
গ. ২৫ বছর ঘ. ৫০ বছর
সঠিক উত্তর : গ
৩. জনসংখ্যা ঘনত্বের সূত্র কোনটি?
ক. DP = TP _ TA
খ. DP = TA _ TP
গ. TP _ TA
ঘ. TP = DP _ TA
সঠিক উত্তর : ক
৪. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
ক. জনসংখ্যার সমষ্টি
খ. জনসংখ্যার ঘনত্ব
গ. জন্মহার
ঘ. মৃত্যুহার
সঠিক উত্তর : খ
৫. জনসংখ্যা বৃদ্ধির ফলে ভোগব্যয় কীরূপ পরিবর্তন হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. ক্রমবর্ধমান হারে বাড়ে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : খ
৬. বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের পথে বাধা কোনটি?
ক. ক্রমহ্রাসমান জনসংখ্যা
খ. ক্রমবর্ধমান জনসংখ্যা
গ. বেকারত্ব
ঘ. দরিদ্রতা
সঠিক উত্তর : খ
৭. CBR – এর পূর্ণরূপ কী?
ক. Crude Birth Rate
খ. Crude Birth Reference
গ. Crude Both Rate
ঘ. Curve Birth Rate
সঠিক উত্তর : ক
৮. মোট অভিবাসী এবং মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্যকে বলা হয় —
ক. মৃত্যুহার খ. কাম্য জনসংখ্যা
গ. নিট অভিবাসন ঘ. জনসংখ্যার ঘনত্বগ
সঠিক উত্তর : গ
৯. স্থূল জন্মহার কী পদ্ধতিতে প্রকাশ করা হয়?
ক. এককে খ. শতকরায়
গ. ভগ্নাংশে ঘ. হাজারে
সঠিক উত্তর : গ
১০. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ কোনটি?
ক. দরিদ্রতা খ. শিক্ষার অভাব
গ. বেকারত্ব ঘ. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর : খ
১১. রবার্ট ম্যালথাস কে?
ক. অর্থনীতিবিদ খ. গণিতবিদ
গ. বিজ্ঞানী ঘ. ইতিহাসবিদ
সঠিক উত্তর : ক
১২. ম্যালথাসীয় জনসংখ্যাতত্ত্বের প্রবর্তক কে?
ক. অ্যাডাম স্মিথ খ. ডাল্টন
গ. এল রবিন্স ঘ. রবার্ট ম্যালথাস
সঠিক উত্তর : ঘ
১৩. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে…
ক. জ্যামিতিক হারে
খ. গাণিতিক হারে
গ. এককভাবে
ঘ. সমষ্টিগতভাবে
সঠিক উত্তর : ক
১৪. নিচের কোনটি জ্যামিতিক হার?
ক. ১, ২, ৩, ৪ খ. ১, ২, ৪, ৮
গ. ২, ৪, ৬, ৮ ঘ. ১, ৩, ৫, ৭
সঠিক উত্তর : খ
১৫. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?
ক. ২টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৯টি
সঠিক উত্তর : ক
১৬. ম্যালথাসের চক্র অনুযায়ী খাদ্যোৎপাদন কীভাবে বাড়ে?
ক. জ্যামিতিক হারে খ. গাণিতিক হারে
গ. এককভাবে ঘ. শতকরা হারে
সঠিক উত্তর : খ
১৭. ম্যালথাসের মতে কয়টি উপায়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর : ক
১৮. জনসংখ্যার যে স্তরে সর্বাধিক মাথাপিছু আয় পাওয়া যায়, তা-ই ‘কাম্য জনসংখ্যা’—কার মতামত?
ক. ডাল্টন খ. ম্যালথাস
গ. এল রবিন্স ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক
১৯. ‘Essay on the principles of population’ গ্রন্থটি কার?
ক. মার্শাল খ. রবার্ট ম্যালথাস
গ. জন ডাল্টন ঘ. এল রবিন্স
সঠিক উত্তর : খ
২০. দেশের অভ্যন্তরে জনগণের স্থানান্তরকে কী বলে?
ক. নিট অভিবাসন
খ. অভিবাসন
গ. অভ্যরীণ অভিগমন
ঘ. বহির্গমন
সঠিক উত্তর : গ
২১. কোনটির মাধ্যমে জনসংখ্যার পরিমাপ করা যায়?
ক. ভোটার খ. পেশা
গ. আদমশুমারি ঘ. ঘরবাড়ি
সঠিক উত্তর : গ
২২. আদমশুমারি সাধারণত কত বছর পর হয়?
ক. তিন বছর খ. পাঁচ বছর
গ. আট বছর ঘ. দশ বছর
সঠিক উত্তর : ঘ
২৩. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সরাসরি কিসের ওপর পড়ে?
ক. খাদ্যের খ. ভূমির
গ. পরিবেশের ঘ. কর্মসংস্থানের
সঠিক উত্তর : খ
২৪. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?
ক. ২টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৯টি
সঠিক উত্তর : ক
২৫. কোন তত্ত্বটি অধিক বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?
ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব
খ. কাম্য জনসংখ্যাতত্ত্ব
গ. জাতিসংঘ রিপোর্ট
ঘ. রবিন্স তত্ত্ব
সঠিক উত্তর : খ
২৬. জনগণকে সামগ্রিক সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে কোন তত্ত্বে?
ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বে
খ. কাম্য জনসংখ্যাতত্ত্বে
গ. জাতিসংঘ রিপোর্টে
ঘ. রবিন্স তত্ত্বে
সঠিক উত্তর : খ
২৭. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
ক. বেকারত্ব বৃদ্ধি পেলে
খ. শিক্ষার হার কমলে
গ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
ঘ. জন্মহার বাড়লে
সঠিক উত্তর : গ
২৮. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বানুযায়ী খাদ্যের উৎপাদন হয়—
ক. গাণিতিক হারে
খ. বর্ধমান হারে
গ. হ্রাসমান হারে
ঘ. জ্যামিতিক হারে
সঠিক উত্তর : ক
২৯. জন্মহার পরিমাপের প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
ক. স্থূল জন্মহার খ. স্থূল মৃত্যুহার
গ. বহির্গমন ঘ. অভিবাসন
সঠিক উত্তর : ক
৩০. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRD ঘ. DR
সঠিক উত্তর : খ
৩১. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRD ঘ. DR
সঠিক উত্তর : ক
৩২. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
ক. শিক্ষা খ. মাথাপিছু আয়
গ. জনসংখ্যা ঘ. রাজনীতি
সঠিক উত্তর : গ
৩৩. অর্থনীতিবিদ Gunar Myrdal-এর মতে মানবসম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৮টি ঘ. ১৩টি
সঠিক উত্তর : গ
৩৪. কাম্য জনসংখ্যার উৎপাদনভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. এল রবিন্স খ. ম্যালথাস
গ. ডাল্টন ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক
৩৫. কাম্য জনসংখ্যার আয়ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. ডাল্টন খ. ম্যালথাস
গ. এল রবিন্স ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক
৩৬. আত্মকর্মসংস্থান দ্বারা ব্যক্তির কী বাড়ে?
ক. অলসতা
খ. দৈহিক গঠন
গ. সামাজিক মর্যাদা
ঘ. অহংকার
সঠিক উত্তর : গ
৩৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
ক. দক্ষতা
খ. দৈহিক গঠন
গ. সামাজিক মর্যাদা
ঘ. রাজনীতি
সঠিক উত্তর : ক
৩৮. আত্মকর্মসংস্থান কীরূপ পেশা?
ক. নির্ভরশীল খ. স্বাধীন
গ. সৃজনশীল ঘ. বাস্তবমুখী
সঠিক উত্তর : খ
৩৯. জনসংখ্যার প্রধান নির্ধারক কোনটি?
ক. আদমশুমারি খ. জনসংখ্যা জরিপ
গ. জন্মহার ঘ. মৃত্যুহার
সঠিক উত্তর : গ
৪০. কোনটি বেকারত্ব ও দরিদ্রতা দূরীকরণের অন্যতম হাতিয়ার?
ক. ব্যবসা খ. আত্মকর্মসংস্থান
গ. চাকরি ঘ. পারিবারিক কর্ম
সঠিক উত্তর : খ
৪১. আদমশুমারির পদ্ধতি কয়টি?
ক. ২ গ. ৪
গ. ৭ ঘ. ৯
সঠিক উত্তর : গ
৪২. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করার কথা বলা হয়েছে কোন তত্ত্বে?
ক. ম্যালথাসের তত্ত্বে
খ. কাম্য জনসংখ্যাতত্ত্বে
গ. ক্রমহ্রাসমান তত্ত্বে
ঘ. বর্ধমান তত্ত্বে
সঠিক উত্তর : ক
৪৩. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. CRD = D _ P × 1000
খ. DR = D _ P
গ. CRD = P _ D × 100
ঘ. CRD = D _ P
সঠিক উত্তর : ক
৪৪. একটি দেশের জনসংখ্যার সরকারি গণনাকে বলা হয়?
ক. সংখ্যা গণনা খ. গণনা কার্যক্রম
গ. আদমশুমারি ঘ. জাতীয় আয়
সঠিক উত্তর : গ
৪৫. CDR–এ পূর্ণরূপ কী?
ক. Crude Death Rate
খ. Curb Death Rate
গ. Crude Demand Rate
ঘ. Crude Death Reference
সঠিক উত্তর : ক
৪৬. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক প্রভাব হলে—
i. পুষ্টিহীনতা
ii. উৎপাদন বৃদ্ধি
iii. শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৪৭. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে—
i. কৃষিজমির ওপর প্রভাব পড়ে
ii. বেকারত্ব বৃদ্ধি পায়
iii. চিকিৎসাঘাটতি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৪৮. জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব—
i. উৎপাদন বৃদ্ধি
ii. উৎপাদন হ্রাস পায়
iii. মাথাপিছু আয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
৪৯. কাম্য জনসংখ্যা তত্ত্বে—
i. সংখ্যাগত দিক বিবেচনা করা হয়েছে
ii. গুণগত দিক বিবেচনা করা হয়েছে
iii. পরিমাণগত দিক বিবেচনা করা হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫০. জনসংখ্যার ভৌগোলিক কাঠামো বলতে বোঝায়—
i. অঞ্চলভিত্তিক বণ্টন
ii. গ্রামভিত্তিক বণ্টন
iii. শহরভিত্তিক বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫১. কাম্য জনসংখ্যা সর্বদাই পরিবর্তন হয়; কারণ—
i. প্রাকৃতিক সম্পদের পরিবর্তন ঘটে
ii. উৎপাদনের পরিবর্তন ঘটে
iii. মূলধনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
৫২. বাংলাদেশের মানব উন্নয়নে প্রয়োজন—
i. শিক্ষাব্যবস্থার উন্নয়ন
ii. খাদ্য ও পুষ্টিমান বৃদ্ধি
iii. কর্মসংস্থান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৩. অদক্ষ মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করা যায়—
i. শিক্ষার মাধ্যমে
ii. প্রশিক্ষণের মাধ্যমে
iii. কর্মসংস্থানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৪. মানবসম্পদ উন্নয়নের উপাদান হলো—
i. ব্যবস্থাপনা
ii. শিক্ষা
iii. স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৫. অভিবাসনের তথ্য পাওয়া যায়—
i. আদমশুমারি থেকে
ii. শ্রম মন্ত্রণালয় থেকে
iii. জনসংখ্যা নিবন্ধন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৫৬. কাম্য জনসংখ্যাতত্ত্বে জনসংখ্যা সমস্যা বিচার করা হয়—
i. মাথাপিছু আয়ের ভিত্তিতে
ii. খাদ্য উৎপাদনের ভিত্তিতে
iii. জাতীয় আয়ের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৭. ম্যালথাসের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে—
i. কৃত্রিম উপায়ে জনসংখ্যা রোধ করা
ii. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করা
iii. স্বেচ্ছাকৃতভাবে জনসংখ্যা রোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৮. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন—
i. নিজস্ব চিন্তা ও জ্ঞান কাজে লাগানো
ii. যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা
iii. বৃত্তিমূলক শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাব্বিরের দাদার জমি তার বাবা ও পাঁচ চাচার মধ্যে ভাগ হয়েছিল। সাব্বিরের বাবা মারা যাওয়ার পর তার বাবার জমি তাদের তিন ভাই ও দুই বোনের মধ্যে ভাগ হয়।
৫৯. উদ্দীপকের দ্বারা কোন সমস্যা পরিলক্ষিত হয়?
ক. অর্থনৈতিক সমস্যা
খ. ভূমি বণ্টন
গ. বাসস্থানের সমস্যা
ঘ. জনসংখ্যা সমস্যা
সঠিক উত্তর : ঘ
৬০. ওই সমস্যার ফলে—
i. ভূমি খণ্ড খণ্ড হচ্ছে
ii. আবাদি জমির পরিমাণ কমছে
iii. খাদ্যসমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৬১. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কত তম দেশ?
ক. ৬ষ্ঠ খ. ৭ম
গ. ৮ম ঘ. ৯ম
সঠিক উত্তর : গ
৬২. ‘ক’ দেশে ২০১১ সালে মোট জনসংখ্যা ১৭,১৪,৭০,০০০ এবং ওই বছর জন্মগ্রহণ করেছে এমন জীবন্ত শিশুর সংখ্যা ৩০,৭৫,৫৮৪টি। এ ক্ষেত্রে ‘ক’ দেশের স্থূল জন্মহার কত?
ক. ১৭.৯৩৬ খ. ১৮.৫৬৫
গ. ১৮.৬৫৫ ঘ. ১৯.০২১
সঠিক উত্তর : ক
৬৩. ম্যালথাসের চক্র অনুসারে খাদ্য উৎপাদন কীভাবে বাড়ে?
ক. গাণিতিক হারে খ. শতকরা হারে
গ. একক হারে ঘ. জ্যামিতিক হারে
সঠিক উত্তর : ক
৬৪. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. বিবেচ্য বছরের মোট মৃতের সংখ্যা বিবেচ্য বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা x ১০০০
খ. বিবেচ্য বছরের জনসংখ্যা বিবেচ্য বছরের মৃতের সংখ্যা x ১০০০
গ. বিবেচ্য বছরের জনসংখ্যা মৃতের সংখ্যা x ১০০০
ঘ. বিবেচ্য বছরের জনসংখ্যা – বিবেচ্য বছরের মৃতের সংখ্যা x ১০০০
সঠিক উত্তর : ক
৬৫. World Development Report-2014 অনুযায়ী চীনের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
ক. ৬,৮৬৬ জন (প্রতি বর্গকিলোমিটার)
খ. ৬,১৩২ জন (প্রতি বর্গকিলোমিটার)
গ. ৬,০৩৬ জন (প্রতি বর্গকিলোমিটার)
ঘ. ৬,৫৬৮ জন (প্রতি বর্গকিলোমিটার)
সঠিক উত্তর : ক
৬৬. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি ওই দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলে?
i. কর্মসংস্থানের ঘাটতি
ii. মাথাপিছু আয় হ্রাস
iii. মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৬৭. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বে কয়টি অনুমিত শর্ত রয়েছে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
সঠিক উত্তর : গ
৬৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ১,০১১ জন (বর্গকিলোমিটার)
খ. ১,০১৩ জন (বর্গকিলোমিটার)
গ. ১,০১৪ জন (বর্গকিলোমিটার)
ঘ. ১,০১৫ জন (বর্গকিলোমিটার)
সঠিক উত্তর : ঘ
৬৯. World Development Report-2014 অনুযায়ী বাংলাদেশের নিট অভিবাসন কত?
ক. – ৫৪০ খ. – ৫৫০
গ. – ৫৬০ ঘ. – ৫৭০
সঠিক উত্তর : ঘ
৭০. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ অনুযায়ী ২০১৪ সালের স্থূল জন্মহার কত?
ক. ১৮.৯০ খ. ২০.১৪
গ. ২৩.১২ ঘ. ২৪.০৫
সঠিক উত্তর : ক