১. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৬৬০ খ. ১৬৬৫
গ. ১৭৬০ ঘ. ১৮৬৫
সঠিক উত্তর : খ
২. জীবন্ত কোষে কী থাকে?
ক. প্রোটোপ্লাজম খ. নিউক্লিয়াস
গ. গলজি বডি ঘ. দেহকোষ
সঠিক উত্তর : ক
৩. কোষপ্রাচীর কোন কোষে দেখা যায়?
ক. প্রাণিকোষে খ. উদ্ভিদকোষে
গ. উদ্ভিদে ঘ. কোষঝিল্লিতে
সঠিক উত্তর : খ
৪. উদ্ভিদকোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. প্লাস্টিড খ. গলজি বডি
গ. প্রকৃত কোষ ঘ. প্রাচীর
সঠিক উত্তর : ক
৫. কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কাকে?
ক. নিউক্লিয়াস খ. প্রাণিকোষ
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্রোটোপ্লাজম
সঠিক উত্তর : গ
৬. কোষের মধ্যে নিউক্লিয়াস কোন অবস্থায় থাকে?
ক. দাঁড়ানো খ. ভাসমান
গ. নিমজ্জিত ঘ. ডুবন্ত
সঠিক উত্তর : খ
৭. কোনটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়?
ক. নিউক্লিয়াস খ. ক্রোমাটিন তন্তু
গ. প্রোটোপ্লাজম ঘ. জীবন্ত কোষ
সঠিক উত্তর : খ
৮. জীবদেহের গঠন ও কাজের একককে কী বলে?
ক. কোষ খ. প্লাস্টিড
গ. প্রাণিকোষ ঘ. নিউক্লিয়াস
সঠিক উত্তর : ক
৯. কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন?
ক. আইজ্যাক নিউটন
খ. রবার্ট হুক
গ. লিউয়েন হুক
ঘ. ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর : খ
১০. কোনটি উদ্ভিদকোষের বৈশিষ্ট্য?
ক. DNA খ. RNA
গ. প্লাস্টিড ঘ. সেন্ট্রোসোম
সঠিক উত্তর : গ
১১. কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট
গ. অটোপ্লাস্ট ঘ. বর্ণহীন প্লাস্টিড
সঠিক উত্তর : ঘ
১২. উদ্ভিদকোষের সবচেয়ে বড় ও ফাঁকা অংশটি কী নামে পরিচিত?
ক. প্লাস্টিড খ. কোষগহ্বর
গ. সাইটোপ্লাজম ঘ. মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর : খ
১৩. আবরণবিহীন নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে?
ক. প্রকৃত কোষ খ. প্রাণিকোষ
গ. আদি কোষ ঘ. উদ্ভিদকোষ
সঠিক উত্তর : গ
১৪. সাইটোপ্লাজম মূলত কী দিয়ে তৈরি?
ক. আমিষ খ. শ্বেতসার
গ. RNA ঘ. ফ্যাটি অ্যাসিড
সঠিক উত্তর : ক
১৫. কোষপ্রাচীরের ছিদ্রকে কী বলে?
ক. কোষগহ্বর খ. কূপ
গ. সেন্ট্রিওল ঘ. কোণ
সঠিক উত্তর : খ
১৬. কোষপ্রাচীরের কাজ—
i. কোষের আকার প্রদান করা
ii. বিভিন্ন অঙ্গাণু ধারণ করা
iii. ভেতরের অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৭. উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. লিপিড খ. প্রোটিন
গ. শর্করা ঘ. সেলুলোজ
সঠিক উত্তর : ঘ
১৮. বর্ণহীন প্লাস্টিডের কাজ কোনটি?
ক. শর্করা তৈরি
খ. পরাগায়ন ঘটানো
গ. পানি সঞ্চয় করা
ঘ. খাদ্য সঞ্চয় করা
সঠিক উত্তর : ঘ
১৯. প্লাস্টিড দায়ী—
i. পাতার বিচিত্র রঙের জন্য
ii. ফুলের বিচিত্র রঙের জন্য
iii. ফলের বিচিত্র রঙের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২০. কেন্দ্রিকার উপস্থিতি–অনুপস্থিতির ওপর ভিত্তি করে কোষ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : ক
২১. প্রকৃত কোষের বৈশিষ্ট্য —
i. নিউক্লিয়াস সুগঠিত
ii. উচ্চ শ্রেণির জীবদেহে থাকে
iii. নিউক্লিয়ার আবরণী থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২২. দেহকোষের বৈশিষ্ট্য —
i. দেহের বৃদ্ধি ঘটায়
ii. দেহের গঠনে অংশ নেয়
iii. বিভাজনে অক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২৩. জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে?
ক. নিউক্লিয়াসকে
খ. প্রোটোপ্লাজমকে
গ. সাইটোপ্লাজমকে
ঘ. মাইটোকন্ড্রিয়াকে
সঠিক উত্তর : খ
২৪. প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
সঠিক উত্তর : ক
২৫. প্রোটোপ্লাজমের গঠন কী রূপ?
ক. কঠিন খ. অর্ধতরল
গ. তরল ঘ. গ্যাসীয়
সঠিক উত্তর : খ
২৬. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুকে কী বলে?
ক. সেন্ট্রোজোম খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্রোটোপ্লাজম ঘ. ক্লোরোপ্লাস্ট
সঠিক উত্তর : গ
২৭. কোনটির কোষে কোষপ্রাচীর থাকে না?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. প্রোটোজোয়া ঘ. অণুজীব
সঠিক উত্তর : খ
২৮. কোনটির উপস্থিতির জন্য ফুল, পাতা ও ফল রঙিন হয়?
ক. মাইটোকন্ড্রিয়া খ. নিউক্লিয়াস
গ. লাইসোজোম ঘ. প্লাস্টিড
সঠিক উত্তর : ঘ
২৯. কোষের বর্ণাধার বলা হয় কোনটিকে?
ক. কোষঝিল্লিকে খ. প্লাস্টিডকে
গ. নিউক্লিয়াসকে ঘ. ক্রোমোজোমকে
সঠিক উত্তর : খ
৩০. নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না?
ক. মানুষ খ. মস
গ. কাঁঠাল ঘ. জাম
সঠিক উত্তর : ক
৩১. বর্ণহীন প্লাস্টিডের কাজ কী?
ক. খাদ্য সঞ্চয় খ. খাদ্য পরিবহন
গ. ব্যাপন ঘ. অভিস্রবণ
সঠিক উত্তর : ক
৩২. কোন প্লাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে?
ক. সবুজ খ. লাল
গ. গোলাপি ঘ. বর্ণহীন
সঠিক উত্তর : ঘ
৩৩. নিচের কোনটিতে প্লাস্টিড থাকে?
ক. অ্যামিবা খ. সাপ
গ. জবা ঘ. মাছি
সঠিক উত্তর : গ
৩৪. কোষরসের আধার হিসেবে কাজ করে কোনটি?
ক. মাইটোকন্ড্রিয়া খ. প্রোটোপ্লাজম
গ. কোষগহ্বর ঘ. নিউক্লিয়াস
সঠিক উত্তর : গ
৩৫. কোনটিতে কোষগহ্বর থাকে?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. ভাইরাস ঘ. ছত্রাক
সঠিক উত্তর : ক
৩৬. সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক. অক্সিজেন খ. আমিষ
গ. শর্করা ঘ. ভিটামিন
সঠিক উত্তর : গ
৩৭. পেঁয়াজের কোষ উদ্ভিদকোষ; এর কারণ কী?
ক. কোষপ্রাচীর আছে খ. প্লাস্টিড নেই
গ. কোষগহ্বর নেই ঘ. মাইটোকন্ড্রিয়া আছে
সঠিক উত্তর : ক
৩৮. উদ্ভিদকোষের সবচেয়ে বড় ও ফাঁকা অংশটি কী নামে পরিচিত?
ক. প্লাস্টিড খ. কোষগহ্বর
গ. সাইটোপ্লাজম ঘ. মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর : খ
৩৯. মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে?
ক. সালোকসংশ্লেষণ খ. শ্বসন
গ. ব্যাপন ঘ. অভিস্রবণ
সঠিক উত্তর : খ
৪০. মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কয় স্তরবিশিষ্ট?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
সঠিক উত্তর : খ