পেট্রোলের অপর নাম কি?

পেট্রোল এর অপর নাম হলো গ্যাসোলিন।

রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. রাইডার ধ্রুবক কি?
উত্তর : রাইডার হল নির্দিষ্ট জানা ভরের একটি অতি সূক্ষ্ম ধাতব তারের বাকানো টুকরা যা ব্যালেন্স বীমের উপর দিয়ে চলাচল করতে পারে। প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট ভরের একটি স্থির সংখ্যাসূচক মান গণনা করা যায়। এ স্থির মান কে ওই রাইডারের জন্য ‘রাইডার ধ্রুবক’ বলে। রাইডার ধ্রুবক দ্বারা অতি সূক্ষ্ম ওজন করা সম্ভব।

প্রশ্ন-২. সংযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ গঠন করে তাকে  বলে। যেমনঃ C + O2 → CO2।

প্রশ্ন-৩. জারণ বিজারণ বিক্রিয়া কি?
উত্তর : জারণ-বিজারণ বিক্রিয়া হল এমন একটি রাসায়নিক বিক্রিয়া যাতে জারক পদার্থ বিজারিত এবং বিজারক পদার্থ জারিত হয়। একে রিডক্স বিক্রিয়াও বলা হয়। এই বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিজারণ ঘটে।

প্রশ্ন-৪. Fe এর M শেলে কতটি ইলেকট্রন আছে?
উত্তর : Fe এর M শেলে ১৪টি ইলেকট্রন আছে।

প্রশ্ন-৫. পোলার যৌগ কী?
উত্তর : যেসব যৌগকে পানিতে মিশ্রিত করলে ধনাত্মক ও ঋণাত্মক অংশে পরিণত হয় তাদের পোলার যৌগ বলে। যেমন, HCl।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *