Modal Ad Example
পড়াশোনা

এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. প্রতি সেকেন্ডে আলোর অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার?

ক. প্রায় ২ লাখ  খ. প্রায় ৩ লাখ

গ. প্রায় ৬ লাখ ঘ. প্রায় ৭ লাখ

সঠিক উত্তর : খ

২. আহ্নিক গতির ফলে—

i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়

ii. ঋতু পরিবর্তন হয়

iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩. আমাদের সৌরজগতের সদস্যরা কিসের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে?

ক. অভিকর্ষ বলের প্রভাবে

খ. আণবিক শক্তি দ্বারা

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

ঘ. মহাকর্ষ বলের প্রভাবে

সঠিক উত্তর : ঘ

৪. ইউরেনাস ও নেপচুনকে কীভাবে দেখতে হয়?

ক. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে

খ. সানগ্লাস দিয়ে

গ. খালি চোখে

ঘ. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে

সঠিক উত্তর : ঘ

৫. দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহে?

ক. শনি খ. শুক্র

গ. পৃথিবী ঘ. মঙ্গল

সঠিক উত্তর : খ

৬. উত্তর গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়?

ক. ২১ মার্চ খ. ২৩ মে

গ. ২১ জুন ঘ. ২২ ডিসেম্বর

সঠিক উত্তর : গ

৭. ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত?

ক. ১৬০ কি.মি.

খ. ১,৬০০ কি.মি.

গ. ১৬,০০০ কি.মি.

ঘ. ১,৬০,০০০ কি.মি.

সঠিক উত্তর : খ

৮. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?

ক. বৃহস্পতি খ. ইউরেনাস

গ. মঙ্গল ঘ. শনি

সঠিক উত্তর : গ

৯. নিরক্ষরেখা থেকে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত কত ডিগ্রি?

ক. ৪৫° খ. ৭৫°

গ. ৮৫°  ঘ. ৯০°

সঠিক উত্তর : ঘ

১০. পৃথিবীর সর্ববৃহৎ পরিধি কোনটি?

ক. মেরুদেশীয় খ. কর্কটক্রান্তীয়

গ. মকরক্রান্তীয় ঘ. নিরক্ষীয়

সঠিক উত্তর : ঘ

১১. কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?

ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা

গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা

সঠিক উত্তর : খ

১২. নীহারিকা-এর ইংরেজি শব্দ কী?

ক. Meteor খ. Nebulae

গ. Comet ঘ. Milky way

সঠিক উত্তর : খ

১৩. বিজ্ঞানীদের মতে ছায়াপথ কেমন?

ক. উপবৃত্তাকার মণ্ডল

খ. সর্পিলাকার মণ্ডল

গ. চক্রাকার মণ্ডল

ঘ. সরলরৈখিক মণ্ডল

সঠিক উত্তর : গ

১৪. Orion কী?

ক. ক্যাসিওপিয়া খ. আদমসুরত

গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস

সঠিক উত্তর : খ

১৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ রয়েছে?

ক. গ্যাসীয়  খ. কঠিন

গ. তরল ঘ. পাথুরে

সঠিক উত্তর : ক

১৬.উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

ক. ০°  খ. ৯০°

গ. ১৮০°  ঘ. ৩৬০°

সঠিক উত্তর : খ

১৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই-এর দূরত্ব কত আলোকবর্ষ?

ক. ৩.২ খ. ৪.২

গ. ৪.৮  ঘ. ৫.২

সঠিক উত্তর : খ

১৮. উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Comet  খ. Stars

গ. Meteor  ঘ. Nebulae

সঠিক উত্তর : গ

১৯. ধূমকেতু কী?

ক. জ্যোতিষ্ক  খ. সৌরজগৎ

গ. গ্রহ  ঘ. নক্ষত্র

সঠিক উত্তর : ক

২০. কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

ক. বুধ ও মঙ্গল  খ. বুধ ও শনি

গ. বুধ ও শুক্র  ঘ. শুক্র ও নেপচুন

সঠিক উত্তর : গ

২১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?

ক. টাইটান  খ. মেরাডি

গ. অ্যারিয়েল  ঘ. গ্যানিমেড

সঠিক উত্তর : গ

২২. সূর্যের ভর কত?

ক. ১.৯৯ × ১০১৩ কি.গ্রাম

খ. ১.৯৯ × ১০১২ কি.গ্রাম

গ. ১.৯৯ × ১০২৩ কি.গ্রাম

ঘ. ১.৯৯ × ১০০১৩ কি.গ্রাম

সঠিক উত্তর : ক

২৩. যে সূর্যটা আমরা প্রতিদিন দেখি, সেটি মূলত কী?

ক. একটি গ্রহ খ. একটি উপগ্রহ

গ. একটি নক্ষত্র ঘ. একটি উল্কা

সঠিক উত্তর : গ

২৪. রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?

ক. গ্রহ খ. উপগ্রহ

গ. নক্ষত্র ঘ. উল্কা

সঠিক উত্তর : খ

২৫. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. উল্কা  ঘ. ধূমকেতু

সঠিক উত্তর : খ

২৬. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. শনি ঘ. ইউরেনাস

সঠিক উত্তর : ঘ

২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ৭ মিনিট ৮ সেকেন্ড

খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

গ. ১০ মনিট ৯ সেকেন্ড

ঘ. ১৯ মিনিট ২০ সেকেন্ড

সঠিক উত্তর : খ

২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ক. ১৩ কোটি মাইল

খ. ১৫ কোটি কিলোমিটার

গ. ২৫ কোটি কিলোমিটার

ঘ. ২৬ কোটি কিলোমিটার

সঠিক উত্তর : খ

২৯. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. ধূমকেতু ঘ. সূর্য

সঠিক উত্তর : গ

৩০. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?

ক. ডায়মন্ড ধূমকেতু

খ. হ্যালির ধূমকেতু

গ. উইলসেন ধূমকেতু

ঘ. পিটার্স ধূমকেতু

সঠিক উত্তর : খ

৩১.হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যায়?

ক. ২৩০ খ. ২৪০

গ. ২৫০ ঘ. ২৬০

সঠিক উত্তর : খ

৩২. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উপগ্রহ  খ. নক্ষত্র

গ. ছায়াপথ  ঘ. মেটিওর

সঠিক উত্তর : গ

৩৩. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

ক. ৭২ বছর  খ. ৭৩ বছর

গ. ৭৬ বছর  ঘ. ৮৬ বছর

সঠিক উত্তর : গ

৩৪. সর্বশেষ কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?

ক. ১৯৭৬ সালে  খ. ১৯৮৬ সালে

গ. ১৯৭২ সালে  ঘ. ১৯৮২ সালে

সঠিক উত্তর : খ

৩৫. সৌরজগতের কয়টি গ্রহ?

ক. ৭টি খ. ৮টি

গ. ৯টি  ঘ. ১০টি

সঠিক উত্তর : খ

৩৬. পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ কোনটি?

ক. নক্ষত্র খ. চাঁদ

গ. ধূমকেতু ঘ. উল্কা

সঠিক উত্তর : খ

৩৭. সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

ক. বুধ  খ. শুক্র

গ. পৃথিবী  ঘ. শনি

সঠিক উত্তর : ঘ

৩৮. নিচের কোনটি সৌরজগতের গ্রহ-উপগ্রহগুলোর নিয়ন্ত্রণ করে?

ক. পৃথিবী  খ. সূর্য

গ. বুধ  ঘ. শুক্র

সঠিক উত্তর : খ

৩৯. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

ক. সূর্য খ. বুধ

গ. পৃথিবী ঘ. নক্ষত্র

সঠিক উত্তর : ক

৪০. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

ক. ৬০°উত্তরে  খ. ৯০° পূর্বে

গ. ৯৫°পশ্চিমে  ঘ. ১৮০° দক্ষিণে

সঠিক উত্তর : খ

৪১. সূর্যের ব্যাস কত?

ক. ৮৪ লাখ ১৩ হাজার কি.মি.

খ. ১৩ লাখ ৮৪ হাজার কি.মি.

গ. ৮৪ লাখ ১৩ হাজার মাইল

ঘ. ১৩ লাখ ৮৪ হাজার মাইল

সঠিক উত্তর : খ

৪২. সৌরজগতে পৃথিবী, অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কী?

ক. সূর্য  খ. নীহারিকা

গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ

সঠিক উত্তর : ক

৪৩. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক. ৫.৮ কি.মি.  খ. ৯.৫ কি.মি.

গ. ৫.৮ কোটি কি.মি.  ঘ. ৮.৫ কোটি কি.মি.

সঠিক উত্তর : গ

৪৪. সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের কত সময় লাগে?

ক. ২৫ ঘণ্টা  খ. ২২৫ দিন

গ. ৩৮৮ দিন  ঘ. ৪ বছর

সঠিক উত্তর : খ

৪৫. পৃথিবীর ব্যাস কত?

ক. ১২,৬৬৭ কিলোমিটার

খ. ১২,৬৬৭ মাইল

গ. ১,৪২,৮০০ কিলোমিটার

ঘ. ১,৫২,৮০০ কিলোমিটার

সঠিক উত্তর : ক

৪৬. বৃহস্পতি আয়তনে পৃথিবীর কত গুণ বড়?

ক. ১৩০০ গুণ  খ. ১৩ হাজার গুণ

গ. ১৩ লক্ষ গুণ  ঘ. ১৩ কোটি গুণ

সঠিক উত্তর : ক

৪৭. কোন গ্রহের বায়ুমণ্ডলে বেশির ভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস?

ক. বুধখ. শুক্র

গ. নেপচুন  ঘ. শনি

সঠিক উত্তর : গ

৪৮. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?

ক. অভিগত গোলকের মতো

খ. নিটোল ফুটবলের মতো

গ. চাকতির মতো

ঘ. নিটোল গোলকের মতো

সঠিক উত্তর : ক

৪৯. ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন কে?

ক. নীল আর্মস্ট্রং

খ. এডউইন অলড্রিন

গ. ভ্যালেন্তিনা তেরেসকোভা

ঘ. ইউরি গ্যাগারিন

সঠিক উত্তর : ঘ

৫০. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?

ক. অক্ষরেখা  খ. নিরক্ষরেখা

গ. মূল মধ্যরেখা  ঘ. দ্রাঘিমারেখা

সঠিক উত্তর : ক

৫১. নিরক্ষরেখাকে কত ডিগ্রি রেখা কল্পনা করা হয়?

ক. ০° খ. ৮০°

গ. ১২০°  ঘ. ২৪০°

সঠিক উত্তর : ঘ

৫২. সমাক্ষরেখা কী?

ক. নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখা

খ. মূল মধ্যরেখার সমান্তরালে কল্পিত রেখা

গ. ৯০° বরাবর কল্পিত রেখা

ঘ. উত্তর রেখা

সঠিক উত্তর : ক

৫৩. নিচের কোনটি কর্কটক্রান্তি রেখা নির্দেশ করে?

ক. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

খ. ২৩.৫° উত্তর অক্ষাংশ

গ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

ঘ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

সঠিক উত্তর : খ

৫৪. নিচের কোনটি মকরক্রান্তি রেখা?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

সঠিক উত্তর : খ

৫৫. কোন অক্ষাংশকে সুমেরু বৃত্ত হিসেবে কল্পনা করা হয়?

ক. ২৩.৫° উত্তর খ. ২৩.৫° দক্ষিণ

গ. ৬৬.৫° উত্তর ঘ. ৬৬.৫° দক্ষিণ

সঠিক উত্তর : গ

৫৬. কোন অক্ষাংশটি কুমেরু বৃত্ত নির্দেশ করে?

ক. ৬৬.৫° উত্তর খ. ৬৬.৫° দক্ষিণ

গ. ৬৮.৫° উত্তর ঘ. ৬৮.৫° দক্ষিণ

সঠিক উত্তর : খ

৫৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

ক. মকরক্রান্তি রেখা

খ. কর্কটক্রান্তি রেখা

গ. বিষুবরেখা

ঘ. সমাক্ষরেখা

সঠিক উত্তর : খ

৫৮. সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?

ক. সেক্সট্যান্ট যন্ত্র খ. ইনকিউবেটর

গ. অডোমিটার ঘ. টেকোমিটার

সঠিক উত্তর : ক

৫৯. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি?

ক. ০°  খ. ৫°

গ. ১০°  ঘ. ১৫°

সঠিক উত্তর : ক

৬০. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়?

ক. ১৫ মিনিট  খ. ৪০ মিনিট

গ. ১ ঘণ্টা  ঘ. ৪ সেকেন্ড

সঠিক উত্তর : খ

৬১. ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা কোন দিকে?

ক. ০° বরাবর

খ. ০° এর উল্টো দিকে

গ. ২৩° বরাবর

ঘ. ৬৬° এর ঠিক উল্টো দিকে

সঠিক উত্তর : খ

৬২. একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের পার্থক্য কত হয়?

ক. ৬ ঘণ্টা      খ. ১২ ঘণ্টা

গ. ২৪ ঘণ্টা  ঘ. ৮ মিনিট

সঠিক উত্তর : গ

৬৩. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখরেখা নির্দেশ করে?

ক. ১২০° দ্রাঘিমারেখা

খ. ১৮০° দ্রাঘিমারেখা

গ. ১৯০° দ্রাঘিমারেখা

ঘ. ১৮০° উত্তর অক্ষাংশ

সঠিক উত্তর : খ

৬৪. আন্তর্জাতিক তারিখরেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. জাপান সাগর

সঠিক উত্তর : ক

৬৫. ভূগোলের দুই বিপরীত স্থানকে পরস্পরের কী বলে?

ক. বিপরীত স্থান

খ. সমস্থান

গ. প্রতিপাদ স্থান

ঘ. উল্টোমুখী স্থান

সঠিক উত্তর : গ

৬৬. পৃথিবী কোন রেখার ওপর আবর্তন করে?

ক. মেরুরখা

খ. নিরক্ষরেখা

গ. মূল মধ্যরেখা

ঘ. মকরক্রান্তি রেখা

সঠিক উত্তর : ক

৬৭. পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে?

ক. বার্ষিক গতি  খ. আহ্নিক গতি

গ. আবর্তন গতি  ঘ. রৈখিক গতি

সঠিক উত্তর : ক

৬৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?

ক. ৩৬৫ দিন

খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড

গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ৪৮ সেকেন্ড

ঘ. ৩৬৬ দিন ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড

সঠিক উত্তর : খ

৬৯. এক সৌরবছর কী?

ক. পৃথিবীর একবার আবর্তনের সময়কাল

খ. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণের সময়কাল

গ. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের সময়কাল

ঘ. সূর্যের পৃথিবীকে প্রদক্ষিণের সময়কাল

সঠিক উত্তর : খ

৭০. যে বছর ফেব্রুয়ারি মাসকে এক দিন বাড়িয়ে ২৯ দিন ধরা হয়, সে বছরকে কী বলা হয়?

ক. সান ইয়ার  খ. স্টার ইয়ার

গ. লিপ ইয়ার  ঘ. লং ইয়ার

সঠিক উত্তর : গ

৭১. কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?

ক. ২১ মার্চ খ. ২১ জুন

গ. ২১ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর

সঠিক উত্তর : ঘ

৭২. নিচের কোন দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়?

ক. ২১ মার্চ   খ. ২২ মে

গ. ২১ জুন   ঘ. ২৩ ডিসেম্বর

সঠিক উত্তর : ক

৭৩. সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়?

ক. ১৩ লাখ খ. ১৩ হাজার

গ. ১৫ লাখ  ঘ. ১৫ কোটি

সঠিক উত্তর : ক

৭৪. পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি  ঘ. পাঁচটি

সঠিক উত্তর : ক

৭৫. পৃথিবীতে ঋতু পরিবর্তনের কয়টি কারণ রয়েছে?

ক. ২ খ. ৪

গ. ৫ ঘ. ৬

সঠিক উত্তর : খ

৭৬. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক. তিনটি  খ. দুটি

গ. চারটি ঘ. ছয়টি

সঠিক উত্তর : গ

৭৭. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?

ক. ২১ মার্চ  খ. ২৩ এপ্রিল

গ. ২১ জুন  ঘ. ২২ সেপ্টেম্বর

সঠিক উত্তর : গ

৭৮. কবে সূর্যের উত্তরায়ণের শেষ দিন?

ক. ২১ মার্চ  খ. ২১ জুন

গ. ২৩ সেপ্টেম্বর  ঘ. ২২ ডিসেম্বর

সঠিক উত্তর : খ

৭৯. ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে?

ক. শীতকাল  খ. গ্রীষ্মকাল

গ. শরৎকাল  ঘ. বসন্তকাল

সঠিক উত্তর : খ

৮০. ২৩ সেপ্টেম্বর উত্তর গোলার্ধকে কী বলা হয়?

ক. উত্তরায়ণ  খ. অধিবর্ষ

গ. বাসন্ত বিষুব  ঘ. শারদ বিষুব

সঠিক উত্তর : ঘ

৮১. দিনের বেলায় সূর্য ব্যতীত অন্যান্য নক্ষত্র দেখা যায় না কেন?

ক. সূর্যের প্রখর আলোর কারণে

খ. চন্দ্রের আলো যোগ হওয়ার ফলে

গ. চন্দ্রের আলোর প্রতিফলনের দরুন

ঘ. দিনে পৃথিবী ও সূর্যের দূরত্ব বাড়ে বলে

সঠিক উত্তর : ক

৮২. মহাশূন্যের জড়পিণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসে কেন?

ক. অভিকর্ষ বলের আকর্ষণে

খ. মহাকর্ষ বলের আকর্ষণে

গ. অনিয়মিত গতির কারণে

ঘ. পৃথিবীর উজ্জ্বলতার দরুন

সঠিক উত্তর : খ

৮৩. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?

ক. মহাকর্ষ বলের প্রভাবে

খ. অভিকর্ষ বলের প্রভাবে

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

ঘ. আণবিক শক্তির প্রভাবে

সঠিক উত্তর : ক

৮৪. চাঁদ আলোকিত হয় কীভাবে?

ক. সূর্য আলো দ্বারা আলোকিত হয়ে

খ. পৃথিবীর আলো দ্বারা

গ. ধূমকেতুর আলো দ্বারা

ঘ. উল্কার আলো দ্বারা

সঠিক উত্তর : ক

৮৫. আমাদের সৌরজগতের সদস্যরা কিসের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে?

ক. অভিকর্ষ বলের প্রভাবে

খ. আণবিক শক্তি দ্বারা

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

ঘ. মহাকর্ষ বলের প্রভাবে

সঠিক উত্তর : ঘ

৮৬. ইউরেনাস ও নেপচুনকে কীভাবে দেখতে হয়?

ক. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে

খ. সানগ্লাস দিয়ে

গ. খালি চোখে

ঘ. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে

সঠিক উত্তর : ঘ

৮৭. বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কেন?

ক. এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বলে

খ. এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে

গ. এটি সৌরজগতের মধ্যে অবস্থিত বলে

ঘ. এটি সৌরজগতের ষষ্ঠ গ্রহ বলে

সঠিক উত্তর : খ

৮৮. নিরক্ষরেখা বৃত্তাকার কেন?

ক. পৃথিবীর গোলাকার আকৃতির জন্য

খ. পৃথিবীর আহ্নিক গতির জন্য

গ. পৃথিবীর বার্ষিক গতির জন্য

ঘ. পৃথিবীর ঘূর্ণন গতির জন্য

সঠিক উত্তর : ক

৮৯. গ্রিনিচের সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা এগিয়ে কেন?

ক. বাংলাদেশ; গ্রিনিচ থেকে ৯০° পূর্বে অবস্থিত বলে

খ. বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত বলে

গ. বাংলাদেশ ছয় ঋতু বিরাজ করে বলে

ঘ. বাংলাদেশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত বলে

সঠিক উত্তর : ক

৯০. পৃথিবীতে দিন–রাত্রি সংঘটিত হয় কিসের প্রভাবে?

ক. আহ্নিক গতির প্রভাবে

খ. বার্ষিক গতির প্রভাবে

গ. পরিভ্রমণ গতির দ্বারা

ঘ. পরিক্রমণ গতি দ্বারা

সঠিক উত্তর : ক

৯১. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন?

ক. সূর্য পশ্চিম দিকে হেলে বলে

খ. সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে

গ. সুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে বলে

ঘ. কুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে বলে

সঠিক উত্তর : খ

৯২. পৃথিবীর দিন–রাত্রি সংঘটিত হওয়ার যথার্থ কারণ কী?

ক. পৃথিবীর আবর্তন গতি

খ. সূর্যকে প্রদক্ষিণ করা

গ. পৃথিবীর মহাকর্ষ বল

ঘ. পৃথিবীর অভিকর্ষ বল

সঠিক উত্তর : ক

৯৩. নক্ষত্রগুলো যে ধরনের গ্যাস দিয়ে তৈরি—

i. হাইড্রোজেন গ্যাস

ii. হিলিয়াম গ্যাস

iii. নাইট্রোজেন গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৯৪. গ্রহগুলো আবর্তন করছে যেভাবে—

i. মহাকর্ষ বলের প্রভাবে

ii. সূর্যকে কেন্দ্র করে

iii. উপগ্রহকে কেন্দ্র করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৯৫. মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় যে কারণে—

i. এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম

ii. এখানে পানির পরিমাণ খুব কম

iii. এখানে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৬. উপগ্রহগুলো যেভাবে ঘুরছে তা হলো—

i. মহাকর্ষ বল দ্বারা

ii. উত্তর থেকে দক্ষিণে

iii. গ্রহকে কেন্দ্র করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৯৭. যেভাবে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়—

i. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে

ii. বিষুবলম্বের সাহায্যে

iii. ধ্রুবতারার সাহায্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৮. বিষুবরেখাকে বলা হয় যেটি—

i. মহাবৃত্ত

ii. গুরুবৃত্ত

iii. মেরুবৃত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৯৯. দ্রাঘিমা নির্ণয়ের দুটি পদ্ধতি হলো—

i. স্থানীয় সময়ের পার্থক্য

ii. আন্তর্জাতিক পার্থক্য

iii. গ্রিনিচের সময় দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১০০. পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না যে কারণে—

i. পৃথিবীর সঙ্গে সমগতিতে আমরাও আবর্তন করছি বলে

ii. অভিকর্ষ শক্তি দ্বারা পৃথিবী আমাদের আকর্ষণ করছে বলে

iii. পৃথিবীর আয়তনের তুলনায় আমরা বেশি ক্ষুদ্র বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x