পড়াশোনা

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. মৌর্যদের শাসনের পর ভারতে কাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

ক. গুপ্ত খ. আর্য

গ. পাল ঘ. আফগান

সঠিক উত্তর : ক

২. বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন?

ক. শশাঙ্ক খ. অশোক

গ. ধর্মপাল ঘ. সম্রাট হুমায়ূন

সঠিক উত্তর : ক

৩. ফারসি ভাষায় বিভাগকে কী বলা হতো?

ক. মহকুমা খ. ইকলিম

গ. গঞ্জ ঘ. বার্নিয়ার

সঠিক উত্তর : খ

৪. পূর্ব বাংলায় ‘ইকলিম’ কী নামে পরিচিত ছিল?

ক. লখনৌতি খ. সোনারগাঁও

গ. সাতগাঁও ঘ. কলকাতা

সঠিক উত্তর : খ

৫. বাংলায় মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?

ক. ১৭৫৭  খ. ১৭৬৮

গ. ১৮৫৭  ঘ. ১৮৭৯

সঠিক উত্তর : ক

৬. ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় কোন শতকে?

ক. একাদশ খ. দ্বাদশ

গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ

সঠিক উত্তর : ঘ

৭. ভারতবর্ষকে বিশ্ববাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় কে নিয়ে আসেন?

ক. রবার্ট ক্লাইভ

খ. ভাস্কো-দা-গামা

গ. ওয়ারেন হেস্টিংস

ঘ. শের খান

সঠিক উত্তর : খ

৮. ওয়েস্টফালিয়া কোন ধরনের চুক্তি?

ক. বাণিজ্য চুক্তি খ. যুদ্ধ চুক্তি

গ. শাসন চুক্তি ঘ. শান্তি চুক্তি

সঠিক উত্তর : ঘ

৯. ওয়েস্টফালিয়ার চুক্তি কত সালে হয়?

ক. ১৬২৫ খ. ১৬৩৫

গ. ১৬৪৮ ঘ. ১৬৫৭

সঠিক উত্তর : গ

১০. রবার্ট ক্লাইভ কত সালে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?

ক. ১৭৫০ খ. ১৭৫১

গ. ১৭৬৫  ঘ. ১৭৬৮

সঠিক উত্তর : গ

১১. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কবে থেকে?

ক. ১৭৯৩  খ. ১৮০৫

গ. ১৮৫৩  ঘ. ১৯০৫

সঠিক উত্তর : ক

১২. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার মাধ্যমে কী তৈরি করেছিল?

ক. স্বায়ত্তশাসন

খ. অনুগত জমিদার

গ. স্বাধীন খাজনা ব্যবস্থা

ঘ. নিজস্ব শাসনরীতি

সঠিক উত্তর : খ

১৩. ব্রিটিশ শাসকেরা কোথা থেকে প্রশাসনিক দপ্তর শিক্ষা ও বাণিজ্যিক দপ্তর কলকাতায় স্থানান্তর করেন?

ক. পাটনা খ. হায়দরাবাদ

গ. ঢাকা    ঘ. মুর্শিদাবাদ

সঠিক উত্তর : ঘ

১৪. ব্রিটিশরা বাংলার রাজধানী আনুষ্ঠানিকভাবে কোথায় করেছিল?

ক. ঢাকা  খ. মুর্শিদাবাদ

গ. কলকাতা  ঘ. পাটনা

সঠিক উত্তর : গ

১৫. বাংলায় শিক্ষা ও আধুনিক জ্ঞান–বিজ্ঞানচর্চার সূচনা কে করেন?

ক. লর্ড ক্লাইভ

খ. লর্ড ক্যানিং

গ. লর্ড উইলিয়াম বেন্টিং

ঘ. লর্ড হেস্টিংস

সঠিক উত্তর : গ

১৬. ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কী?

ক. শান্তি  খ. গৌরব

গ. আত্মতৃপ্তি  ঘ. অরাজকতা

সঠিক উত্তর : ঘ

১৭. বাঙালি পাল রাজারা কত বছর শাসন করেন?

ক. ৪০০ বছর

খ. ৪১০ বছর

গ. প্রায় ৪৪০ বছর

ঘ. ৪৫০ বছর

সঠিক উত্তর : খ

১৮. বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?

ক. ১৫৩৮ সালে

খ. ১৫৭৬ সালে

গ. ১৭৫৭ সালে

ঘ. ১৮৫৭ সালে

সঠিক উত্তর : ক

১৯. সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?

ক. ১৬০০ সালে

খ. ১৬১০ সালে

গ. ১৫৩৮ সালে

ঘ. ১৭৫৭ সালে

সঠিক উত্তর : খ

২০. ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?

ক. ফকির আন্দোলন

খ. ফরায়েজি আন্দোলন

গ. সিপাহি আন্দোলন

ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন

সঠিক উত্তর : ঘ

২১. ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী  কোথায় ছিল?

ক. ঢাকা খ. গৌড়

গ. সোনারগাঁ ঘ. লক্ষ্ণৌ

সঠিক উত্তর : গ

২২. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—

i. অতিরিক্ত করের বোঝা

ii. ফসলে পোকার আক্রমণ

iii. পরপর তিন বছরের অনাবৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২৩. বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন কে?

ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য

গ. মুসা খান ঘ. ঈশা খাঁ

সঠিক উত্তর : ঘ

২৪. প্রজাদের ওপর কখন শোষণ – নিপীড়ন বেড়ে যায়?

ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়

খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়

গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়

ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল

সঠিক উত্তর : গ

২৫. দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে?

ক. ১৬৫৬ সালে খ. ১৬৫৮ সালে

গ. ১৬৬০ সালে ঘ. ১৭৫৮ সালে

সঠিক উত্তর : খ

২৬. দ্বৈত শাসন কী?

ক. একটি অদ্ভুত শাসনব্যবস্থা

খ. একটি বাণিজ্য ব্যবস্থা

গ. একটি এলাকা শাসনের চুক্তি

ঘ. কর আদায়ের ব্যবস্থা

সঠিক উত্তর : ক

২৭. মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?

ক. গুপ্ত খ. মৌর্য

গ. পাল ঘ. পাঠান

সঠিক উত্তর : খ

২৮. শশাঙ্কের মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে?

ক. ৮০ বছর খ. ৯০ বছর

গ. ১০০ বছর ঘ. ১১০ বছর

সঠিক উত্তর : গ

২৯. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?

ক. মরক্কো খ. আমেরিকা

গ. পর্তুগিজ ঘ. ফরাসি

সঠিক উত্তর : গ

৩০. সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?

ক. ব্রিটেন খ. উত্তর ভারত

গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত

সঠিক উত্তর : ঘ

৩১. বাংলার সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন?

ক. মঙ্গল পান্ডে খ. তিতুমীর

গ. নিসার আলী ঘ. আনসার আলী

সঠিক উত্তর : ক

৩২. কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?

ক. ১৯০১ সালে খ. ১৯০৩ সালে

গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৬ সালে

সঠিক উত্তর : গ

৩৩. বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন?

ক. ফরাসি খ. পর্তুগিজ

গ. ইংলিশ ঘ. স্প্যানিশ

সঠিক উত্তর : ক

৩৪. ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে বাংলায় কত লোক মারা গিয়েছিল?

ক. প্রায় ৭০ লাখ খ. এক-তৃতীয়াংশ

গ. দুই-তৃতীয়াংশ ঘ. প্রায় ৩ কোটি

সঠিক উত্তর : খ

৩৫. শ্রীরামপুরে কত সালে মুদ্রণযন্ত্র স্থাপন হয়েছিল?

ক. ১৮২০ সালে খ. ১৮২১ সালে

গ. ১৮২৫ সালে ঘ. ১৮৩০ সালে

সঠিক উত্তর : খ

৩৬. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?

ক. ১৭৯০ সালে খ. ১৭৯১ সালে

গ. ১৭৯২ সালে ঘ. ১৭৯৩ সালে

সঠিক উত্তর : ঘ

৩৭. কত সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন?

ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৬ সালে

গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৫৭ সালে

সঠিক উত্তর : খ

৩৮. বঙ্গভঙ্গের বিরোধিতা করেন কারা?

ক. শিক্ষিত হিন্দু নেতারা

খ. অর্ধশিক্ষিত মুসলমানেরা

গ. বাংলা কৃষকেরা

ঘ. পূর্ব বাংলার নেতারা

সঠিক উত্তর : ক

৩৯. সেনদের হটিয়ে কে বাংলার ক্ষমতা দখল করে?

ক. বখতিয়ার খলজি

খ. মুহম্মদ ঘুরী

গ. আলাউদ্দিন হোসেন শাহ

ঘ. শায়েস্তা খান

সঠিক উত্তর : ক

৪০. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?

ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে

গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে

সঠিক উত্তর : খ

৪১. বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায় —

i. সেনরা ক্ষমতা দখলের পরে

ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে

iii. পাল রাজবংশের পরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪২. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ক. রাজা রামমোহন রায়

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : ক

৪৩. ‘ভাগ কর, শাসন কর’ — এ নীতির প্রবক্তা কারা?

ক. পর্তুগিজরা  খ. ব্রিটিশরা

গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা

সঠিক উত্তর : খ

৪৪. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয়, তাকে কী বলে?

ক. ইংরেজ শাসন

খ. ব্রিটিশ শাসন

গ. ঔপনিবেশিক শাসন

ঘ. বণিক শাসন

সঠিক উত্তর : গ

৪৫. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?

ক. ঔপনিবেশিক যুগ

খ. ইংরেজ যুগ

গ. নতুন শাসনামল

ঘ. বাণিজ্য যুগ

সঠিক উত্তর : ক

৪৬. ভাস্কো–দা–গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

ক. ১৪২৫ সালে খ. ১৪৯৮ সালে

গ. ১৫২৫ সালে ঘ. ১৫৭৮ সালে

সঠিক উত্তর : খ

৪৭. আল বুকার্ক কে ছিলেন?

ক. দক্ষ শাসক  খ. দক্ষ নাবিক

গ. দক্ষ সেনাপতি ঘ. দক্ষ যোদ্ধা

সঠিক উত্তর : খ

৪৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক. ২০  খ. ২২

গ. ২৫ ঘ. ২৮

সঠিক উত্তর : খ

৪৯. দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?

ক. ১৬০০ খ. ১৬৫০

গ. ১৬৮৫ ঘ. ১৬৯০

সঠিক উত্তর : ক

৫০. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

ক. ১৬২০ খ. ১৬৩০

গ. ১৬৫৫ ঘ. ১৬৭৫

সঠিক উত্তর : খ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment