এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ভূ–অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?

ক. Sima খ. Sial

গ. Nial ঘ. Nife

সঠিক উত্তর : ঘ

২. কোনটি শনি গ্রহের উপগ্রহ?

ক. ক্যাপিটাস খ. গ্যানিমেড

গ. ইউরোপা ঘ. ক্যাপলিস্টো

সঠিক উত্তর : গ

৩. কোনটি বৃহস্পতির উপগ্রহ?

ক. ক্যাপিটাস খ. এরিয়েল

গ. নেরাইড ঘ. গ্যানিমেড

সঠিক উত্তর : ঘ

৪. নেপচুনের উপগ্রহ কয়টি?

ক. ১৪টি খ. ১৫টি

গ. ১৬টি ঘ. ২২টি

সঠিক উত্তর : ক

৫. কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবা–রাত্রি সমান হয়?

ক. ২১ মার্চ খ. ২১ জুন

গ. ২৩ অক্টোবর ঘ. ২২ ডিসেম্বর

সঠিক উত্তর : ক

৬. জোয়ার–ভাটা অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে?

ক. নদীর আবর্জনা পরিষ্কার করে

খ. নদীর মোহনায় পলি জমা করে

গ. নদীর গভীরতা বৃদ্ধি করে

ঘ. নদীতে বান সৃষ্টি করে

সঠিক উত্তর : খ

৭. বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটি?

ক. ২১ মার্চ খ. ২১ জুন

গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর

সঠিক উত্তর : ঘ

৮. ৬০° পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?

ক. ১২০° পূর্ব খ. ১২০° পশ্চিম

গ. ১২০° উত্তর ঘ. ১২০° দক্ষিণ

সঠিক উত্তর : ক

৯. সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে?

ক. হিলিয়াম খ. হাইড্রোজেন

গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

সঠিক উত্তর : খ

১০. প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে, সে সময়কে কী বলে?

ক. সকাল খ. গোধূলি

গ. ছায়াবৃত্ত ঘ. ঊষা

সঠিক উত্তর : ঘ

১১. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?

ক. আণবিক শক্তির

খ. হিলিয়াম গ্যাসের

গ. সূর্যের আলোর

ঘ. মহাকর্ষ বলের

সঠিক উত্তর : ঘ

১২. বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?

ক. ২১ মার্চ খ. ২২ ডিসেম্বর

গ. ২১ জুন ঘ. ২৩ সেপ্টেম্বর

সঠিক উত্তর : খ

১৩. নিচের কোন সময়কে অপসূর বলা হয়?

ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি

গ. ১–৪ জুলাই  ঘ. ১–৪ ডিসেম্বর

সঠিক উত্তর : গ

১৪. কর্কটক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

সঠিক উত্তর : ক

১৫. সৌরজগতের গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কে?

ক. সূর্য  খ. চন্দ্র

গ. গ্রহাণুপুঞ্জ ঘ. পৃথিবী

সঠিক উত্তর : ক

১৬. টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?

ক. শনি  খ. নেপচুন

গ. ইউরেনাস  ঘ. বৃহস্পতি

সঠিক উত্তর : গ

১৭. কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ?

ক. ক্যাপিটাস  খ. এরিয়েল

গ. নেরাইন্ড  ঘ. গ্যানিমেড

সঠিক উত্তর : ঘ

১৮. জোয়ার–ভাটার কারণ কোনটি?

ক. পৃথিবীর বার্ষিক গতি

খ. পৃথিবীর আহ্নিক গতি

গ. অক্ষরেখার অসম দৈর্ঘ্য

ঘ. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

সঠিক উত্তর : খ

১৯. চিলিতে অক্টোবর মাসে কোন ঋতু থাকে?

ক. গ্রীষ্ম  খ. শীত

গ. শরৎ  ঘ. বসন্ত

সঠিক উত্তর : ঘ

২০. ৬০° থেকে ৯০° অক্ষাংশকে কী বলে?

ক. নিম্ন অক্ষাংশ

খ. মধ্য অক্ষাংশ

গ. সমান্তরাল অক্ষাংশ

ঘ. উচ্চ অক্ষাংশ

সঠিক উত্তর : ঘ

২১. অশ্বমণ্ডল কাকে বলে?

ক. ভেতর ও বাইরের আবরণ

খ. অশ্বমণ্ডল ও নমনীয় অঞ্চলের মধ্যবর্তী আবরণ

গ. বহিরাবরণ ও নমনীয় অংশের মধ্যবর্তী আবরণ

ঘ. বাইরের ও ভেতরের শক্ত অংশের মধ্যবর্তী আবরণ

সঠিক উত্তর : গ

২২. গুরুমণ্ডলের ওপরের স্তরের পুরুত্ব কত?

ক. ১,২২৫ কিমি

খ. ১,২৪৬ কিমি

গ. ১,৪৬৮ কিমি

ঘ. ১,৪৪৮ কিমি

সঠিক উত্তর : ঘ

২৩. কঠিন ভূত্বকের সৃষ্টি হয়েছে কীভাবে?

ক. পাথর জমে

খ. শীতল ও ঘনীভূত হয়ে

গ. লোহার মাধ্যমে

ঘ. আগ্নেয় শিলা দ্বারা

সঠিক উত্তর : খ

২৪. সূর্য মূলত কী দিয়ে গঠিত?

ক. তরল পদার্থ

খ. কঠিন পদার্থ

গ. গ্যাসীয় পদার্থ

ঘ. কঠিন ও তরলের মিশ্র পদার্থ

সঠিক উত্তর : গ

২৫. পৃথিবীর ব্যাস পূর্ব–পশ্চিমে কত কিমি?

ক. ১২,৭৫২ খ. ১২,৯৫২

গ. ১৩,৭৫২ ঘ. ১৪,৭৫৭২

সঠিক উত্তর : ক

২৬. মঙ্গলের বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও আরগনের শতকরা অনুপাত কত?

ক. ৫: ৪ খ. ৫: ২

গ. ৪: ৩ ঘ. ৩: ২

সঠিক উত্তর : ঘ

২৭. ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত?

ক. ১৩ কিমি খ. ১৫ কিমি

গ. ১৭ কিমি ঘ. ১৯ কিমি

সঠিক উত্তর : ক

২৮. মকরক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

সঠিক উত্তর : খ

২৯. আবর্তন বেগ সবচেয়ে বেশি কোন গ্রহের?

ক. শুক্র খ. পৃথিবী

গ. বৃহস্পতি ঘ. শনি

সঠিক উত্তর : ঘ

৩০. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?

ক. ০° খ. ৬০°

গ. ১২০° ঘ. ১৮০°

সঠিক উত্তর : ক

৩১. আন্তর্জাতিক তারিখ রেখা কোনটির ওপর দিয়ে অতিক্রম করেছে?

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. আরব মহাসাগর

সঠিক উত্তর : ক

৩২. গ্রহের মূল বৈশিষ্ট্য—

i. নিজস্ব আলো নেই

ii. নিজস্ব তাপ নেই

iii. মহাকর্ষ বল নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩৩. কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য হলো —

i. গভীরতা ৩৪৮৫ কিলোমিটার

ii. পানির তুলনায় দশ গুণ বেশি ঘন

iii. কঠিন পদার্থ দ্বারা আবৃত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৪. ঋতু পরিবর্তনের কারণগুলো কী কী?

i. সূর্যরশ্মি পতনের দৈর্ঘ্য

ii. দিন–রাত্রির হ্রাস–বৃদ্ধি

iii. পৃথিবীর সর্বদা ৬৬.৫০ কোণে ঘূর্ণন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৩৫. ২২ ডিসেম্বর —

i. দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং রাত ছোট

ii. পৃথিবীর সর্বত্র দিন–রাত সমান

iii. সূর্য মকরক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩৬. বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?

ক. ৬ ঘণ্টা খ. ৮ ঘণ্টা

গ. ১০ ঘণ্টা ঘ. ১২ ঘণ্টা

সঠিক উত্তর : ক

৩৭. পৃথিবীর সর্বত্র দিন–রাত্রি প্রায় সমান হয় কোন তারিখে?

ক. ২১ সেপ্টেম্বর

খ. ২৩ সেপ্টেম্বর

গ. ২১ ডিসেম্বর

ঘ. ২৩ ডিসেম্বর

সঠিক উত্তর : খ

৩৮. সূর্যের উত্তরায়ণের শেষ দিন কবে?

ক. ২১ মে খ. ২৩ সেপ্টেম্বর

গ. ২১ জুন ঘ. ২৩ ডিসেম্বর

সঠিক উত্তর : গ

৩৯. ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ আছে?

ক. ২৭ খ. ৩০

গ. ৪০ ঘ. ৪২

সঠিক উত্তর : ক

৪০. পৃথিবীর কক্ষপথ কেমন ধরনের?

ক. উপবৃত্তাকার

খ. অর্ধবৃত্তাকার

গ. বৃত্তাকার

ঘ. গোলাকার

সঠিক উত্তর : ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *