বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলতে কী বোঝ?
১ কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে ১ মিটার দূরে যে বলে আকর্ষণ করে তাই মহাকর্ষীয় ধ্রুবক। একে G দ্বারা প্রকাশ করা হয়। এর মান ৬.৬৭৩ x ১০−১১ Nm2kg-2। এই মান মহাবিশ্বের যে কোন বস্তু এবং যে কোনো স্থানের জন্য সর্বদা একই বা ধ্রুবক থাকে। এ কারণে একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়।