অভিকর্ষ ও মহাকর্ষের মধ্যে পার্থক্য কী?
অভিকর্ষ ও মহাকর্ষের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-
অভিকর্ষ
- পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ।
- অভিকর্ষজ বল এক ধরনের মহাকর্ষ।
মহাকর্ষ
- মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ।
- সকল মহাকর্ষজ বল অভিকর্ষ নয়।